Crime News : চাঁদার নাম করে ক্যাফেতে তোলাবাজি, বহিরাগতদের হানায় ব্যাপক চাঞ্চল্য যোধপুরে

যোধপুর উৎসবের নাম করে যোধপুর পার্কে এক ক্যাফেতে আচমকাই হামলা চালায় তোলাবাজেরা। জানা যাচ্ছে ওই ক্যাফে চালান এক ভদ্রমহিলা। সূত্রের খবর, এদিন আচমকাই ক্যাফেতে ঢুকে একদল যুবক তাঁর কাছে উৎসবের নাম করে টাকা চাইতে থাকে। কিন্তু তাদের দাবি নাকচ করায় ওই মহিলার উপর চড়াও হয় তোলাবাজেরা। মহিলা ভিডিও করতে যাওয়ায় তার হাত মুচকে ফোন কেড়ে নেওয়া হয় বলে জানা যাচ্ছে। এছাড়াও তোলাবাজেরা দাবি করেন এই ক্যাফে অবৈধ ভাবে চলছে। এরপরই তারা তারা ক্যাফের সমস্ত কাগজপত্র দেখার নাম করে ইতিউতি ঘুরতে শুরু করেন। ক্যাফের কাগজপত্র সহ সমস্ত জিনিসই কার্যত লন্ডভন্ড করেন। এদিকে এই আচমকা দিনেদুপুরে এই ধরণের ঘটনা দেখে হতবাক হয়ে যান ক্যাফেতে আগত লোকজন।

 

এমতাবস্থায় ক্যাফের মালিক ভদ্রমহিলা কোনও উপায় না পেয়ে পুলিশে খবর। তারপরই তিনি ওই দুস্কৃতিদের নামে স্থানীয় থানায় এফএইআর-ও দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। একইসাথে রাজ্য মহিলা কমিশনের চেয়ার পার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছেও অফিসিয়াল অভিযোগ করেছেন ভদ্রমহিলা। তবে ঘটনার শেষ নয় এখানেই। সূত্রের খবর, ওই মহিলা যখন থানায় লিখিত অভিযোগ জানিয়ে ফিরছেলেন তখন ফের তাদের ধাওয়া করে তোলাবাজেরা। অবশেষে ভয়ে পেয়ে তারা যাদবপুর থানায় আশ্রয় নিতে বাধ্য হন। শেষে যাদবপুর থানার পুলিশের উদ্যোগেই তারা অক্ষত অবস্থায় বাড়ি পৌঁছাতে সক্ষম হন। এদিকে এই ঘটনার ওই এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনই তীব্র আতঙ্ক দানা বেঁধে ক্যাফের মালিকের পরিবারেও।

Crime News

প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্যর এ ব্যাপারে বক্তব্য

প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানান “যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তবে যে ভদ্রমহিলার কাছে টাকা ডিম্যান্ড করা হয়েছে তোলার জন্য সেটার কেস হবে এক নম্বর, দুনম্বর তার উপর যে হামলা চালানো হয়েছে তা পুলিশ স্টেশনে দায়ের করতে হবে এর ভিত্তিতে আমরা সেসমস্ত লোকদের বিরুদ্ধে পদক্ষেপ নেব”। তিনি আরও বলেন , “এটা ধর্তব্য অপরাধ। কারণ উৎসবের নাম করে চাঁদা চাওয়া তার জন্য তার দোকানের সামনে হামলা করা। গায়ের জোড়ে কারোর থেকে কেউ কিছু নিতে পারবেনা। কেউ যদি স্বইচ্ছায় কিছু দেয় তখনই নিতে পারি। শুধু তাই নয় তিনি যখন অভিযোগ দেয়ার করতে যাচ্ছেন তখন তার উপর হামলা ও চড়াও হওয়ারও অভিযোগ রয়েছে । সুতরাং একদিকে তোলাবাজির চেষ্টা আরেকদিকে হামলা করা এর জন্য এফ আই আর করতেই হবে এবং সেই অনুযায়ী আমরা আইনত ব্যবস্থা নেব”।

রাজ্য মহিলা কমিশনের চেয়ার পার্সন লীনা গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে বক্তব্য

রাজ্য মহিলা কমিশনের চেয়ার পার্সন লীনা গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে বলেন “দেখুন আমি কলকাতার বাইরে আছি , আমিও একটা অফিসিয়াল কাজে এসেছি । রাত সাড়ে দশটা নাগাদ আমার কাছে একটি ফোন আসে। ফোনে আমি ঘটনাটা শুনি । যার সমস্যা হয়েছে তিনি ফোন করেন। তার বলার পর আমি থানায় ফোন করি। ওদেরও বলি তোমরা লোকাল থানায় যাও। থানার অফিসারের সঙ্গে আমার কথা হয় উনি বলেন যে ম্যাডাম ওদের পাঠিয়ে দিন আমরা যা করার করবো। ওসির সঙ্গে কথা হয়।তখন আমি কোনো স্টাফ কে পেতাম না। রাত অনেকটাই তাও ওরা যায় । কিন্তু অত রাত্রে ওসিকে পাওয়া যায়নি। ভার্বালি কমিউনিকেশন হয়। ওসি জানান আমরা সিরিয়াসলি দেখব ব্যাপারটা।” তিনি জানান ” তারপরে ওরা যখন আবার ফিরছে তখন ওরা আমাকে ফোন করে বলে দুজন বাইকার ফলো করছে ওদের। তাই ওরা যাদবপুর থানায় আশ্রয় নেয়। আমিও থানায় ফোন করে বলি ওরা যেন অসুবিধায় না পড়ে ওদের বাড়ি পৌঁছে দেওয়া হোক। তারপর আর ফোন করেনি আমাকে” কারা এই ঘটনা ঘটিয়েছে জানতে চাওয়ায় লীনা বলেন “আমার কাছে এখনও কোনো ইনফরমেশন নেই। সবটাই তদন্ত সাপেক্ষ। কঠিন ব্যবস্থা নেওয়া হবে যদি এই খবর সত্যি হয়।”

 

আরও পড়ুন Online Education : অনলাইন ক্লাস করতে দিতে নারাজ অভিভাবক, অভিমানে আত্মঘাতী কলেজ পড়ুয়া




Leave a Reply

Back to top button