Crime News : পুলিশ সেজে খুন, নেপথ্যে কি রাজনৈতিক চক্রান্ত!

কল্যানী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রকে খুন করল ছদ্মবেশী পুলিশ সেজে আসা কিছু দুষ্কৃতি। নিহতের নাম আনিস খান। আপাততঃ প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে পুলিশের পোশাক পড়ে রাতে বাড়িতে ঢুকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে ছাত্র আনিসকে। পর মুহূর্তে হাসপাতালে তাকে নিয়ে গেলে মরদেহ নিতে তারা অস্বীকার করে।

Crime News

আনিস গণ আন্দোলনের অগ্রণী কর্মী ছিলেন। জানা যাচ্ছে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের এক অক্লান্ত সৈনিক ছিলেন তিনি। এছাড়াও তিনি নানা অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সবসময়েই। আনিসের শেষ ফেসবুক আইডি তে থাকা শেষ ফেসবুক পোস্টে তিনি একটি প্রশ্ন তুলেছিলেন সমাজের কাছে “হিজাব বন্ধ হলে স্কুলে সরস্বতী পুজো, থানায় কালী পুজোও কি বন্ধ হওয়া উচিৎ নয়? আইনসভায় গেরুয়া পোশাকও কি শোভন?”।

আনিসের সর্বদাই সমস্ত পোস্ট জুড়ে করে গেছেন এই সমাজের নোংরার বিরুদ্ধে প্রশ্ন। আপাতত আনিসের খুনের বিরুদ্ধে সরব হয়েছে ফেসবুকে থাকা আনিসের কাছের বন্ধু সহ পরিজনেরা।

 




Leave a Reply

Back to top button