দেব-মিঠুনের ‘প্রজাপতি’ তে এবার সঙ্গী হলেন সোহম! তিন জোটের গল্প উড়ছে টলিপাড়ায়

এক ফ্রেমে আসতে চলেছেন দেব-মিঠুন-সোহম! কবে আসছে নতুন ছবি?

পূর্বাশা, হুগলি: নিজেদের মধ্যে বিবাদ করলে তা ইন্ডাস্ট্রির ক্ষতি। এ কথা বারবার তুলে ধরেছেন টলিপাড়ার কলাকুশলীরা। এখন সকলেরই মূলমন্ত্র বাংলা সিনেমার অগ্রগতি ও দর্শকদের মন জয়। সম্প্রতি জোরদার আলোচনা শুরু হয়েছে টলি ইন্ডাস্ট্রির অন্দরে। জানা যাচ্ছে, খুব শিগগির একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিন মহারথী। যথা, টলি সুপারস্টার দেব, মহাগুরু মিঠুন চক্রবর্তী ও অভিনেতা সোহম চক্রবর্তী।

Tollywood,New movie,Bengali movie,Dev,Mithun Chakraborty,Soham Chakraborty,Prajapati

কিছুদিন আগেই দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। দর্শকদের দাবি, ফের একসঙ্গে কাজ করুক দুই মহারথী। আর সেই দাবিকে পূরণ করতেই এবার মাঠে নামতে চলেছেন প্রযোজক সোহম চক্রবর্তী।আগামীতে একটি ছবি আনতে চলেছেন তিনি। যেখানে এক ফ্রেমে ধরা দিতে চলেছেন দেব ও মিঠুন। ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন সোহম
চক্রবর্তী।

Tollywood,New movie,Bengali movie,Dev,Mithun Chakraborty,Soham Chakraborty,Prajapati

টলি অন্দর সূত্রে খবর, আপাতত বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে। চুক্তি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। আপাতত নিজেদের পরবর্তী সিনেমা নিয়ে ভাবনাচিন্তা করছেন তাঁরা। সদ্য প্রকাশ পেয়েছে দেব-রুক্মিণী অভিনীত ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’। এছাড়া পুজোয় আসছে ‘বাঘাযতীন’ও ‘প্রধান’। এছাড়া, ‘কাবুলিওয়ালা’ ছবি নিয়ে ব্যস্তর রয়েছেন মিঠুন চক্রবর্তী।




Leave a Reply

Back to top button