চাকদহে তৈরি করা দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর প্যারিসে

বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে বাঙালি। আর যেখানে বাঙালি সেখানে দুর্গাপুজো হবে না তা কি হয়। প্রতিবছরই অসংখ্য প্রতিমা বাংলা থেকে পাড়ি দেয় বিভিন্ন দেশে। বিদেশের জন্য বানানো মূর্তি তৈরি করা হয়ে গেছে প্রায় সব জায়গায়। এখন শুধু পাঠিয়ে দেওয়ার অপেক্ষা। তেমনই এক শিল্পী অনুপ গোস্বামী।

শুভঙ্কর, চাকদহ: দুর্গাপুজো আর মাত্র ক’টা দিন। জেগে উঠছে কাশফুল। আকাশে মেঘ বদলের ব্যস্ততা বেড়েছে। গাছের কচি পাতার ডগায় মিষ্টি রোদ খেলা করেছে। বাঙালি ধীরে ধীরে তৈরি হচ্ছে পুজোর জন্য। প্যান্ডেল শিল্পী বা পালবাড়িতে তো কবে থেকেই ধুম পড়েছে প্রতিমা তৈরির। এখন কাজ অনেকটাই এগিয়ে গেছে। তুমুল ব্যস্ততা রয়েছে তাঁদের। দূর্গাপুজো কবেই দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দিয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে বাঙালি। আর যেখানে বাঙালি সেখানে দুর্গাপুজো হবে না তা কি হয়। প্রতিবছরই অসংখ্য প্রতিমা বাংলা থেকে পাড়ি দেয় বিভিন্ন দেশে। বিদেশের জন্য বানানো মূর্তি তৈরি করা হয়ে গেছে প্রায় সব জায়গায়। এখন শুধু পাঠিয়ে দেওয়ার অপেক্ষা। তেমনই এক শিল্পী অনুপ গোস্বামী। তাঁর তৈরি প্রতিমা এবার পাড়ি দিচ্ছে সুদূর প্যারিসে।

নদিয়া জেলার চাকদহ শহরের কেবিএম এলাকার শিল্পী অনুপ গোস্বামী। দীর্ঘদিন ধরেই প্রতিমার তৈরির কাজ করছেন তিনি। প্রায় প্রতি বছরই তাঁর প্রতিমা পাড়ি দেয় বিদেশ বিভিন্ন দেশে। এইবার প্রতিমা যাচ্ছে প্যারিসে। প্রতিমা জাহাজে তুলে দেওয়ার আগে আজ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গত দু’মাস ধরে এই প্রতিমা তৈরি করেছেন তিনি। দুর্গা প্রতিমাটি ফাইবারে। এক চালা লম্বায় প্রায় সাড়ে সাত ফুট। চওড়ায় সাড়ে দশ ফুট। ফোল্ডিং সিস্টেমে তৈরী। রথযাত্রার সময় প্রতিমা তৈরির অর্ডার পান শিল্পী। তারপর থেকেই ব্যস্ত হয়ে পড়েন এই কাজে। অনুপ বাবু জানান প্রতিবছরই বিভিন্ন দেশে তিনি তার দুর্গা প্রতিমা পাঠান। গত দুই বছর প্রতিমা গেছে অস্ট্রেলিয়া, বাহরিনে। এবার যাচ্ছে প্যারিসে। এ বিষয়ে শিল্পী অনুপ গোস্বামী বলেন, “ বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে বাঙ্গালি ছড়িয়ে রয়েছে। তাঁরা বিদেশেই পুজো করে। তাই বিভিন্ন দেশে থাকা বাঙালিরা আমার সঙ্গে যোগাযোগ করে। গত দুই বছরে আমার প্রতিমা একবার অস্ট্রেলিয়া। আর একবার বাহরিনে গেছে। এইবার যাচ্ছে প্যারিসে। রথযাত্রার সময় থেকে আমি প্রতিমার কাজ শুরু করি। শেষ হতে দুই আড়াই মাস লাগলো”।

Durga Puja 2023,Durga Pratima,chakdaha,Anup Goswami,Paris

অনুপ বাবুর মত অন্যান্য শিল্পীরাও প্রতিমা পাঠাতে শুরু করেছে। দম ফেলার সুযোগ নেই তাদের। বাঙালি দিন গুনছে বছর ফিরে মার আসার জন্য। সব তৈরি হচ্ছে আগমনের জন্য। এখন শুধু বাকি, বাতাসের শিউলির গন্ধ ভেসে ওঠার।




Leave a Reply

Back to top button