Viral video Divorce: ‘আমি স্ত্রীকে তালাক দিয়েছি!’ তৃনমূল নেতার সাথে ভিডিও ভাইরাল হতেই বিচ্ছেদ

অহেলিকা দও,কলকাতা: ‘আমি স্ত্রীকে তালাক দিয়েছি’- সকলের সামনে এই বক্তব্য রাখলেন অভিযুক্ত স্বামী (husband)। ২৫ বছরের দাম্পত্য জীবনে ফাটল। সম্পর্কে মেসোশ্বশুর তাঁর স্ত্রীর সাথে শর্ট ভিডিও (short video) ভাইরাল (viral) হতেই ডিভোর্স (divorce) দিলেন স্বামী। পরন্তু মেসোশ্বশুর একজন তৃণমূল নেতা (TMC leader)। তবে  হঠাৎ কেন এইরকম সিদ্ধান্ত নিলেন স্বামী? স্ত্রীয়ের পরকীয়া না অন্য কিছু?

প্রকৃতপক্ষে তাদের দাম্পত্য জীবনে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারপরও এই কান্ড করলেন তাঁর স্ত্রী। ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সাধারণ সম্পাদক সাহানাতুল্লার সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্কের কথা জানতে পারেন অভিযুক্ত স্বামী। ঘটনাটি বছর খানেক আগের। এরপর সালিশি সভা ডেকে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। তখনকার মতো সমস্যা মিটলেও আবারও তা সকলের সামনে আসে।

তৃনমূল নেতার ভিডিও ভাইরাল,নতুন ভিডিও ভাইরাল,চলন্ত গাড়িতে ভিডিও,TMC leader video viral,new video viral,moving car video,সাহানাতুল্লার,Sahanatullah,টিএমসি নেতা,TMC leader,ভিডিও,video,ভাইরাল,viral,স্যোশাল মিডিয়ার,social media,সোমবার,sunday,রবিউল,Rabiul,স্বামী,husband,স্ত্রী,wife,ডিভোর্স,divorce,সম্পর্ক,relationship,গাড়িতে,কার,তৃণমুল নেতার কেচ্ছা,তৃনমুল নেতার পরকিয়া,TMC leader extra maretial affair

আরও পড়ুনঃনিজের স্ত্রীকেই তিনবার বিয়ে করেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান, রইল এমনই ৫টি অজানা তথ্য

সম্প্রতি সাহানাতুল্লার সঙ্গে অভিযুক্তের স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয় স্যোশাল মিডিয়ার মাধ্যমে। সোমবার চলন্ত গাড়িতে সেই ভিডিও ভাইরাল হতেই সকলের সামনে রবিউল তাঁর স্ত্রীকে তালাক দেন।রবিউল বলেছেন, ‘‘সাহানাতুল্লার সঙ্গে মেলামেশা করত আমার স্ত্রী। সালিশি সভায় মিটমাট হলেও সম্পর্ক চালিয়ে যাচ্ছিল তারা। তাই আমি স্ত্রীকে তালাক দিয়েছি।’’ এই তালাক নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করেছেন, ‘তিন তালাক নিষিদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে কি তালাক দেওয়া যায়?’ এমনকি এলাকার তৃণমূল নেতার সঙ্গে মেলামেশা করতো অভিযুক্তের স্ত্রী। এই ঘটনার কথা স্বীকারও করেছেন তিনি।

সাম্প্রতি তালাক পেয়ে বেশ খুশি হয়েছেন তিনি। মেসোশ্বশুরের সাথে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘আমরা ২ বছর আগেই বিয়ে করেছি। প্রথমপক্ষের স্বামীকে ভালো লাগে না। তাই মেসো শ্বশুরকে বিয়ে করেছি। এখন স্বামী যেহেতু তৃণমূল নেতা তাই তাকে বদনাম করতেই আমাদের ভিডিয়ো ভাইরাল করা হয়েছে। এনিয়ে আইনের দ্বারস্থ হব।’পাশাপাশি ঘটনার খবর পেয়ে  জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দলীয়ভাবে একটা অভিযোগ জমা পড়েছে। গোটা ঘটনা না জানার আগে এনিয়ে কিছু বলা সম্ভব নয়। এনিয়ে একটি মিটিং ডাকা হয়েছে। তারপরই দল তার সিদ্ধান্ত জানাবে।’

 




Back to top button