কবে শুরু হচ্ছে দুর্গা পুজো? মহালয়া বা কবে মহাষষ্ঠী? দেখে নিন এবছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট

দুর্গাপুজো শুরু হচ্ছে কবে ? রইল দুর্গাপূজা ২০২৩ এর নির্ঘণ্ট

Durga Puja 2023 : এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট.. পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে | বাংলা জুড়ে সাজো সাজো রব। বাংলা জুড়েই শুধু উৎসবের আমেজ | শিউলি ফুলের গন্ধ আর কাশের দোলা ইতিমধ্যেই জানান দিচ্ছে মা আসছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা | তারপরেই ঘরের মেয়ের ঘরে ফেরার পালা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো ( Durga Puja ) –র কাউন্টডাউন।

Durga Pujo 2023 দুর্গাপুজো যেমন মহালয়া ছাড়া অসম্পূর্ণ তেমনি মহালয়াও কিন্তু ভোরের ঘুম ঘুম চোখে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী ছাড়া একেবারে বেমানান প্রত্যেক বাঙালির বহু বছরের অভ্যাস মহালয়া থেকেই প্রতিবছর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয় দেবী পক্ষের বাংলা পঞ্জিকা মতে আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠীতে রীতি মেনে পালিত হবে মায়ের বোধন ২০২৩ সালে মহালয়া পড়েছে আগামী ১৪ অক্টোবর। এবছর মহালয়ার ( Mahalaya 2023 ) অমাবস্যাতেই রয়েছে গ্রহণ পঞ্জিকা মতে চলতি বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট, সন্ধিপুজোর সময় ও তারিখ থেকে দেবীর আগমন এবং গমনের বাহন

Durga Puja 2023,Durga Puja 2023 Date And Time,দুর্গা পুজো,Durga Puja,Bengali Calendar,Bengali Festival,2023 Durga Puja,Durga Puja 2023 Date,Durga Puja 2023 Calender,Devi Durga,দুর্গাপুজো ২০২৩ কবে থেকে,দুর্গাপুজো ২০২৩ তারিখ,Durga Puja 2023 Schedule

মহাপঞ্চমী ( Maha Panchami 2023 ) –   ১৯ অক্টোবর (১লা কার্তিক) বৃহস্পতিবার,
মহাষষ্ঠী ( Maha Sasthi 2023 ) ২০ অক্টোবর (২রা কার্তিক) শুক্রবার,
মহাসপ্তমী ( Maha Saptami 2023 ) ২১ অক্টোবর, (৩ রা কার্তিক) শনিবার,
মহাঅষ্টমী ( Maha Ashtami 2023 )২২ অক্টোবর,(৪ ই কার্তিক) রবিবার,
মহানবমী ( Maha Nabami 2023 )২৩ অক্টোবর, (৫ই কার্তিক) সোমবার,
বিজয়া দশমী ( Bijaya Dashami 2023 ) ২৪ অক্টোবর (৬ই কার্তিক) মঙ্গলবার

পঞ্জিকা অনুযায়ী এবছর সন্ধিপুজোর ( Sandhi Puja 2023) সময় পড়েছে২২ অক্টোবর বিকেল ৪ টে ৫৪ মিনিট থেকে ৫.৪২ মিনিটের মধ্যে। তাই পঞ্জিকা অনুযায়ী বলিদান সেরে ফেলতে হবে বিকাল ৫. ১৮ মিনিটের মধ্যে। এই সময়ক্ষণ শেষ হচ্ছে ৫.৪২ মিনিটে।

এছাড়া এবছর কোজাগরী লক্ষ্মীপুজো ( Kojagari Lakshmi Puja 2023) পড়েছে  ১০ কার্তিক অর্থাৎ ২৯ অক্টোবর রবিবার প্রসঙ্গত এবছর সপ্তমী পড়েছে শনিবার। তাই এবার মা দুর্গা আসছেন ঘোড়ায় চেপে।

Durga Puja 2023,Durga Puja 2023 Date And Time,দুর্গা পুজো,Durga Puja,Bengali Calendar,Bengali Festival,2023 Durga Puja,Durga Puja 2023 Date,Durga Puja 2023 Calender,Devi Durga,দুর্গাপুজো ২০২৩ কবে থেকে,দুর্গাপুজো ২০২৩ তারিখ,Durga Puja 2023 Schedule

— দুর্গাপুজো কথা —
শাস্ত্র অনুযায়ী এর ফলছত্রভঙ্গ তুরঙ্গমেঅর্থাৎ সামাজিক রাজনৈতিক সামরিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তার ফলে রাজায় রাজায় যুদ্ধ বাঁধে। সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা হয়, যাকে এক কথায় বলা হয় ছত্রভঙ্গ। অন্যদিকে এবছর দশমীও পড়েছে মঙ্গলবার। যার ফলে দেবীর আগমন এবং গমন ঘটবে একই বাহনে অর্থাৎ ঘোড়াতেই কৈলাসে গমন করবেন দেবী। দেবীর আগমন একই বাহনে হাওয়া নাকি অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে।




Leave a Reply

Back to top button