মনের দৃষ্টি দিয়েই মায়ের চক্ষুদান, ‘অপরাজিত’ নিদর্শনের সাক্ষী চব্বিশ পরগনার বিখ্যাত পুজো মন্ডপ

মায়ের চক্ষুদান করলেন দৃষ্টিহীন যুবকেরা।

পূর্বাশা, হুগলি: কথায় আছে মনের ভক্তি আসল। আর মানস দৃষ্টি হল আসল দৃষ্টি। সেই কথাকেই ফের কাজে প্রমাণ করল কলকাতার বিখ্যাত পুজো মন্ডপ বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাব। এবছর এই ক্লাবের ৭০ তম বর্ষ। আর এ বছর এক অভিনব নিদর্শনের সাক্ষী রাখলেন তাঁরা। মন্ডপে মায়ের চক্ষুদান করলেন দৃষ্টিহীন যুবকেরা।

West Bengal,Kolkata,Durga Puja,Puja 2023

প্রতি বছরই শহর ও শহরতলির পুজো মন্ডপগুলি নিজ নিজ দিক থেকে অভিনব ভাবনার নিদর্শন রাখেন। কেউ থিম, কেউ প্রতিমা তো কেউ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন। এদের মধ্যে অনেক ক্ষেত্রেই সমাজ সচেতনতার দৃশ্য ফুটে ওঠে। তবে সম্প্রতি বাগুইআটি রেলপুকুর
ইউনাইটেড ক্লাবের উদ্যোগ প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। মায়ের সন্তানদের হাতেই অঙ্কিত হল মায়ের চক্ষু। দৃষ্টিহীন যুবকেরা মনের ভক্তিতে আঁকলেন মায়ের নয়ন যুগল।

West Bengal,Kolkata,Durga Puja,Puja 2023

এবছর এই ক্লাবের থিম ‘অপরাজিত’। বাংলার পাট শিল্পের বর্তমান পরিস্থিতি ও পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে টুকরো টুকরো ক্যানভাসে তাঁদের ভাবনা ফুটে রয়েছে মন্ডপ জুড়ে। দুর্গাপুজোয় তাঁদের মন্ডপ
যে অসাধারণত্বের ছোঁয়া রাখবে, তা বোঝা যাচ্ছে।




Leave a Reply

Back to top button