Durga puja 2024: ২০২৪-এ কবে দুর্গাপুজো, ক’টা ছুটি জানুন মহালয়া- ভাইফোঁটার দিনক্ষণ..

Durga Puja 2024 Date: আসছে বছর ২০২৪ -র কোন দিন দুর্গা পূজা ও কোনদিন ভাইফোঁটা সেই দিনক্ষণ সম্পর্কে জেনে নিন এক নজরে।

এখন ২০২৩ সালের অক্টোবর মাস । এই মাসটি বাঙালির কাছে বিশেষ কারণ প্রতি বছর এই মাসেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি। তবে এই বছরের মতো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর অবসান ঘটেছে । কিন্তু এইবারের মত শেষ হলেও বাঙালির মন পড়ে থাকে আবার কবে পুজো আসছে সেই নিয়ে ।

পুজো শেষ হতে না হতেই সকলে পরের বছরের ক্যালেন্ডার খুঁজে আগেই দেখে যে দুর্গাপুজো পরের বছর ঠিক কোন সময় থেকে শুরু। তবে এবার দেখে নেওয়া যাক যে পরের বছরের ক্যালেন্ডারের কম কোন তারিখে নথিভুক্ত রয়েছে মহালয়ার থেকে শুরু করে ভাইফোঁটা।

মহালয়া ২০২৪ (Mahalaya 2024)

২০২৪ সালের মহালয়া পড়েছে – ২ অক্টোবর, বুধবার

দুর্গা পুজো ২০২৪ (Durga Puja 2024)

মহাপঞ্চমী- ৮ অক্টোবর, মঙ্গলবার

মহাষষ্ঠী – ৯ অক্টোবর, বুধবার

মহাসপ্তমী – ১০ অক্টোবর, বৃহস্পতিবার

মহাষ্টমী – ১১ অক্টোবর, শুক্রবার

মহানবমী – ১২ অক্টোবর, শনিবার

মহাদশমী – ১৩ অক্টোবর, রবিবার

লক্ষ্মী পুজো ২০২৪ (Lakshmi Puja 2024)

আগামী বছরের লক্ষ্মী পুজো পড়েছে ১৭ অক্টোবর, বৃহস্পতিবার

কালী পুজো ২০২৪ (Kali Puja 2024)

৩১ অক্টোবর বৃহস্পতিবার পড়েছে কালী পুজো

ভাইফোঁটা ২০২৪ (Bhaifota 2024)

৩ নভেম্বর, রবিবার পড়েছে ভাইফোঁটা।

বর্তমান দিনে সকলের কাছে দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকেই। কিন্তু রীতি অনুসারে, দুর্গাপুজোর সূচনা হয় ষষ্ঠীর দিন থেকে। কার্ন মনে করা হয় যে এইদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। পুজোর এই পাঁচটি দিন – মহাষষ্ঠী,মহাসপ্তমী, মহা অষ্টমী মহানবমী ও মহানবমী নামে পরিচিত। এইদিন গুলি মানহের কাছে খুবই সাধারণভাবে পুজোর করি দিন হিসাবে পরিচিত হলেও এই দিন গুলির বিশেষ মহত্ব আছে যা অনেকেরই এখনো অজানা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।




Leave a Reply

Back to top button