সিবিআই-ইডির চক্রব্যূহ, গরু পাচার কান্ডে ফের গ্রেফতার করা হল এনামুল হককে

গরু পাচার মামলায় ( Cattle Smuggling Case ) রাজ্য জুড়ে উত্তেজনা অনেক দিনের। এই মামলায় মূল অভিযুক্ত এনামুল হককে নিয়ে চলছে সিবিআই-ইডি টানাটানি। এমতাবস্থায়, গত মাসে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও সুখের দিন দীর্ঘস্থায়ী হল না তাঁর জীবনে। গতকাল রাতেই ফের গ্রেফতার করা হল গরু পাচার কান্ডে মূল অভিযুক্ত এনামুল হককে।
উল্লেখ্য, দু’বছর আগেই এই মামলায় গ্রেফতার ( Cattle Smuggling Case ) করা হয়েছিল এনামুল হককে। প্রায় দু’বছর ধরে জেলে থাকার পর কিছুদিন আগেই সে জামিন পায়। সিবিআই হেফাজত থেকে জামিন মিললেও, এরপরই তাঁকে তলব করা হয় ইডির দপ্তরে। ইডি সূত্রে জানা যায়, নানা ভাবে জেরা করা হলেও কোনও রকমের সদুত্তর দিচ্ছিলেন না তিনি। সীমান্ত মাধ্যমে গরু পাচার করে যে তাঁর এত লক্ষাধিক টাকা আয় হয়েছে মেলেনি সেই টাকারও হদিস। এছাড়াও, গোটা পাচার কান্ডের সঙ্গে নানা প্রভাবশালী ব্যাক্তিদের যোগ রয়েছে মিলেছে সেই ইঙ্গিতও।
ইডি সূত্রে জানা গিয়েছে, এনামুল হক ( Cattle Smuggling Case ) তাঁদের করা সমস্ত প্রশ্নকে এড়িয়ে যাচ্ছিলেন। যার জেরেই গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আজকে দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁকে তোলা হবে।
(বিস্তারিত আসছে…)