নির্বাচনে বিবাদ নেই, ভোটের আগে তাই শান্তি হুগলির রিষড়ায়

রিষড়ার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুখ সাগর মিশ্র ( Sukh Sagar Mishra ) । বলা হচ্ছে রিষড়া পুরসভার ২৩ টি আসনের মধ্যে সবচেয়ে নিরাপদ আসন তৃণমূলের এটি। এখানে ত্রিমুখী লড়াই সিপিএম এবং বিজেপির সঙ্গে শাসকদল তৃণমূলের। কিন্তু ভোটে নামলেও বিজেপি এবং সিপিএম প্রার্থীর এখানে কোন প্রচার নেই। সারা ১৮ নম্বর ওয়ার্ড ঘেঁটে ফেললেও একটাও বিরোধীদের দেওয়াল লিখন চোখে পড়বে না। না দেওয়াল লিখন না কোন পোস্টারিং। পতাকা ফেস্টুন ও কোথাও লাগানো নেই। তবে কি এখানে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে?
Sukh Sagar Mishra: ভোট এখানে শান্তিপূর্ণ
Before Death Thought : মৃত্যুর পূর্বমুহূর্তে কি ভাবে মস্তিষ্ক? জানলে শিহরিত হবেন আপনিও
প্রশ্নের উত্তর দিতে দেরি করেননি সুখসাগরের দাদা গঙ্গাসাগর ( Sukh Sagar Mishra )। তিনি জানান, এখানে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েই বিজেপির অক্ষয় সিনহা এবং সিপিএমের রাজকুমার রায় বিহারে নিজের মুলুকে চলে গেছে। কেউ ভয় দেখায়নি। আসলে এই ওয়ার্ড থেকে জেতা বিরোধীদের খুব কষ্টকর। কারণ বিগত ৩৫ বছর ধরে এই ওয়ার্ডে আমরা জিতে আসছি। এবং এই ওয়ার্ড থেকে প্রতিবারই আমাদের পরিবারের কেউ না কেউ দাঁড়িয়েছে। কখনো মা, কখনো ভাই, কখনো ভাইয়ের বউ। এখন ছোট ভাই। তাছাড়া এই ওয়ার্ডে প্রভুত উন্নতি হয়েছে। রিষড়া স্টেশন সংলগ্ন এই ওয়ার্ডটি মূলত কারখানা ভিত্তিক।
আরও পড়ুন: পুতিনের ‘ সিক্রেট গার্লফ্রেন্ড ‘ অ্যালিনা কাবায়েভা ‘ , এই নামের পেছনে রয়েছে বিপুল রহস্য
বিড়লা গোষ্ঠীর জয়শ্রী টেক্সটাইল সহ বেশ কিছু কারখানা আছে এখানে। কংক্রিটের রাস্তা, পানীয় জলের সুবিধা, বিধবা ভাতা, বার্ধক্যভাতা,লক্ষীর ভান্ডার সরকারি সুবিধা গুলি এখানে মানুষ দলমত নির্বিশেষে পায়। তাই মানুষ আমাদেরই ভোট দেয় জানান প্রার্থী সুখসাগর। এলাকায় টিকু নামেই বেশি পরিচিত সে। সুখসাগর এর দাদা বিজয়সাগর মিশ্র এই পুরসভার প্রাক্তন পুর প্রধান। তিনি গতবারের মতো ৭ নম্বরের প্রার্থী। একসময় বিজয় মিশ্র এই ১৮ নম্বর থেকেই দাঁড়াতেন। এবং তিনিই এই ওয়ার্ডের উন্নয়নের কাজ প্রথম শুরু করেন তারপর থেকে সেই পথেই চলছে এমনটাই দাবি সুখসাগরের ( Sukh Sagar Mishra ) । ভোটের বাজারে এভাবেই তাই এই শান্ত পরিবেশে ঢিমেতালে চলে শিল্পাঞ্চলের রাজনীতি। দ্বন্ধ থাকলেও তাই নেই প্রকাশ্য বিবাদ।