সাত সকালেই হাতির তান্ডবে ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ায়, ভয় বাড়ছে একাধিক এলাকায়

শীত পড়ার পরই রাজ্য জুড়ে শুরু হয় হাতির দাপাদাপি। অতিরিক্ত বন কেটে ফেলার দরুন তারা নিজের আস্তানা থেকে বেরিয়ে এসে প্রায়শই হানা দেয় গ্রামে। নষ্ট করে ক্ষেত। এবছরও হয়নি অন্যথা। পুরুলিয়া সহ জলপাইগুড়ি ও অন্যান্য এলাকায় বারংবার হানা দিয়েছে দাঁতালের দল( Bankura )।
বাঁকুড়ায় ( Bankura ) হাতির দলের প্রবেশ
ফের বাঁকুড়ায়( Bankura ) প্রবেশ করল দুই শাবক সহ পাঁচ হাতি। সোমবার ভোরে পশ্চিম মেদিনীপুরের আমলগড়া হয়ে বাঁকুড়া পাঞ্চেত এলাকায় প্রবেশ করে হাতির ছোট্ট দলটি। নিজেদের চেনা রুট ধরেই বনদফতরের পর্যবেক্ষনে হাতির দল জয়পুরের কোশির জঙ্গলে হাজির হয় সোমবার বিকেলে। সেখান থেকে গতকাল রাতেই দ্বারকেশ্বর নদ পেরিয়ে উত্তর বন বিভাগের দিকে হাতির দলটি চলে যায়। সেভাবে হাতিরা আক্রমণ না করলেও তাদের গর্জনে ইতিমধ্যেই ভীত এলাকাবাসী।
আরও পড়ুন : Badhaai Do : পশুপাখি নয়, কেবলমাত্র মানুষই সমলিঙ্গের প্রেমে পড়ে’- সমকামিতাকে চিত্রায়ন নাকি ভন্ডামি