ভোট! ভোট! প্রতিভোট ২০০ টাকা, ধরা পড়তেই স্বীকারোক্তি ‘ভুয়ো ভোটার’-এর

‘ভোট, ভোট, ভোট দিন। ২০০ টাকায় ভোট দিন’ ( Fake voter)। বিশ্বের সবচেয়ে বড় গনতন্ত্রের সাংস্কৃতির পীঠস্থান পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনের চমক হল ভুয়ো ভোটার ( Fake voter)-মারামারি-সংবাদমাধ্যমের উপর হামলা।

এবার কৃষ্ণনগরের ৬ নম্বর ওয়ার্ডের কালীনগর এলাকায় ধরা পরল ‘ভুয়ো ভোটার’ (Fake Voter)। ধরা পড়তেই অভিযুক্তদের মুখ থেকে শোনা যাচ্ছে নিত্যনতুন অজুহাত। কেউ বললেন ‘২০০ টাকার জন্য এসেছি’। কেউ বললেন ‘ঘুরতে ঘুরতে চলে এসেছি’।

fake voter

কৃষ্ণনগরের ৬ নম্বর ওয়ার্ডের কালীনগর এলাকায় একেবারে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সন্ত্রাসের এবং ছাপ্পা ভোটের পাশাপাশি দাপিয়ে চলছে ভুয়ো ভোটার ( Fake voter)। এলাকাবাসী ধরতেই ‘ভুয়ো ভোটার’-এর ( Fake voter) অজুহাত শুরু। ধরা পড়তেই অভিযুক্ত জানিয়েছে, সে পঞ্চায়েত এলাকার লোক, পুরসভার লোক নয়। ২০০ টাকা করে দেওয়ার লোভ দেখিয়ে তার মত ২০ জনকে সেখানে নিয়ে আসা হয়েছে। অভিযুক্তকে চরম ‘মারধর’ করে এলাকাবাসী। আহত অবস্থাতেই তাকে ভর্তি করা হয় কৃষ্ণনগর হাসপাতালে।

আরও পড়ুন….তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় ভীত বিশ্ববাসী, শান্তির বার্তা নিয়ে কলকাতার রাস্তায় মিছিল Madan Mitra-এর

আরও পড়ুন….“ভোট দিতে গেলে ছেলেকে মারধর করে তারা” পুরভোটের আবহে তৃণমূলের দিকে উঠছে অশান্তির অভিযোগ

অপর একজন জানায়, সে এসেছে বিশেষ কাজে, এলাকা পরিদর্শনে। শক্তিনগর থেকে তাকে সেখানে নিয়ে আসা হয়েছে। ধৃত আরও একজন জানায়, বেরাতে এসেছিলেলেন। ধৃতদের কেউই কোনও বৈধ ভোটার কার্ড বা পরিচয়পত্র দেখাতে পারেননি। আর বিশেষ ব্যাপার হল, ধৃতরা প্রত্যেকই শাসক দলের কর্মী বা সমর্থক বলে নিজেদের পরিচয় দিয়েছেন। বিরোধীদের অভিযোগ, বাইরে থেকে লোক ঢুকিয়ে বুথ দখল করতে চাইছে তৃণমূল কংগ্রেস। ভোটের দিন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে শাসক দল ( Fake voter)।




Leave a Reply

Back to top button