রাজ্যে বিনামূল্যে আইটিআই প্রশিক্ষণ! মাসে মাসে পাবেন ছয় হাজার টাকা

ডব্লুউবিপিডিসি-এর উদ্যোগে আইটিআই প্রশিক্ষণ শুরু হচ্ছে রাজ্যে। আবেদন করুন আগ্রহীরা

রাজ্যের এমন অনেক ছাত্রছাত্রী রয়েছেন যাঁরা
আইটিআই প্রশিক্ষণে যুক্ত হতে চান। সেই সকল প্রার্থীদের জন্য এবার সুখবর। সম্পূর্ণ নিখরচায়
আইটিআই প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে রাজ্যে।
সম্প্রতি এই উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL)। কেবল প্রশিক্ষণই নয়, প্রতিমাসে একটি নির্দিষ্ট মূল্যের ভাতা দেওয়া হবে প্রশিক্ষিতদের। এমনকি প্রশিক্ষণের শেষে হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র।

ITI Training in WB

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন তার কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা সিএসআর কার্যক্রমের একটি অংশ হিসেবে সম্প্রতি এক কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির সিদ্ধান্ত হিসেবে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, কর্মসূচির সিদ্ধান্ত অনুসারে প্রথম পর্যায়ে ২১৬ জনকে আইটিআই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ যেমন প্রার্থীদের ভবিষ্যতের দিশারী তেমনই এখানে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে অন্য কাজে যুক্ত হতে পারবেন তাঁরা। আপাতত আইটিআই সিউড়ি ও আইটিআই বহরমপুরকে প্রশিক্ষণের স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে। ট্রেনিং চলাকালীন মাসে ছয় হাজার টাকা করে দেওয়া হবে যুবক-যুবতিদের। এছাড়া, যাতায়াত খরচ পিছু এক হাজার টাকা করে পাবেন তাঁরা।

ITI Training in WB

আপাতত প্রথম ব্যাচের ট্রেনিং চলবে আইটিআই সিউড়িতে। তার পরের ব্যাচটি শুরু হবে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এই ব্যাচের প্রশিক্ষণ চলবে আইটিআই বহরমপুরে। প্রশিক্ষণ দেওয়া হবে মোট আটটি কোর্সের। আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইন মারফত একটি পোর্টালের মাধ্যমে। সঠিকভাবে ট্রেনিং শেষে সার্টিফিকেট পাবেন অংশগ্রহণকারীরা।




Leave a Reply

Back to top button