ঘরের কোণেই পড়ে রইল সারঙ্গিটা, না ফেরার দেশে Pandit Abhijit Banerjee

এ যেন বিষণ্ণতার মাস। দেশ হারিয়ে ফেলছে সঙ্গীত জগতের একাধিক রথি মহারথিকে। সন্ধ্যা-লতা-বাপ্পি রেখে গেছে বিষণ্ণতা। এই ব্যথা ভুলে উঠতে পারেনি দেশবাসী। এমতাবস্থায় ফের দুঃসংবাদ। চলে গেলেন বাংলা গানের ( Pandit Abhijit Banerjee ) সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র সহ সেই সময়ের একাধিক শিল্পীর জ্ঞান বেজে উঠেছিল তাঁর সুরে। হৈমন্তী শুক্লার গাওয়া বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’র সুরকারও তিনিই। সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান সুরকারের প্রয়াণের খবর জানিয়েছেন সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী।
বিশিষ্ট সুরকারের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। এদিন তাঁর ( Pandit Abhijit Banerjee ) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘তাঁর সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতো একাধিক প্রবাদপ্রতিম শিল্পীরা। তাঁর সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবামগুলি হল: অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ। সুরারোপিত উল্লেখযোগ্য গান: ও পাখি উড়ে আয়, যদি কানে কানে ইত্যাদি।’ এছাড়াও, এদিন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান তিনি।
তাঁর মৃত্যুতে এক প্রকার শোকের চায় নেমেছে সঙ্গীত মহলে। এদিন গায়ক রুপঙ্কর আফশোস করে বলেন, “চলে গেলেন ( Pandit Abhijit Banerjee ) মেশোমশাই!” গায়কের কথায়, “বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। কিছুদিন যাবৎ ভর্তি ছিলেন হাসপাতালেও। তবে কয়েকদিন পর অবশ্য তাঁকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে সবার সকালে খবর এলো, তিনি আর নেই!” লতা-সন্ধ্যা-বাপ্পি-অভিজিৎ-এর মৃত্যু সঙ্গীত জগতে টেনে দিয়েছে একটি যুগের ইতি। পিছনে ফেলে রেখে তাঁদের হাতে তৈরি আরও কিছু নব্যদের।
আরও পড়ুন.. Anis Khan : “রাজ্য পুলিশের উপর আস্থা নেই”, আনিস মৃত্যু রহস্যে বাড়ছে জল্পনা
এদিন গীতিকার-সুরকারের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরীও। তাঁর কথায়, “আমাদের সময় যেন দ্রুত ফুরিয়ে আসছে। একে একে চলে যাচ্ছেন গীতিকার ও সুরকারেরা। আমার বহু ছবির গানের সুরকার ( Pandit Abhijit Banerjee ) অভিজিৎদা। ওঁর সুরেই আশা ভোঁসলে গান গেয়েছিলেন ‘ও পাখি উড়ে আয়।’ সুবীর সেনের কণ্ঠে জনপ্রিয় হয়েছিল, ‘নয় থাকলে আরও কিছুক্ষণ’-এর মতো গান। আমরা অভিভাবকহীন হয়ে পড়ছি।’’ ভাষা দিবসে শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সৈকত মিত্রও। খবর, শেষ শ্রদ্ধা জানাতে প্রয়াত গীতিকার-সুরকারের দেহ শায়িত থাকবে ‘বাণীচক্র-এ।