Municipal Election 2022: দার্জিলিং -এ ঝড় তুলল মাত্র তিন মাস আগে তৈরি হামরো পার্টি

মাত্র তিন মাস আগে তৈরি হওয়া একটি দল, পাহাড়ে যার নাম আগে কেউই শোনেননি। তাও প্রথমবার পুরসভা ভোট(Municipal Election 2022) অংশগ্রহণ করতেই ১৮টি ওয়ার্ডে জয়ী হলেন প্রার্থীরা। না, এ কোনো সর্বভারতীয় দল নয়, একটি আঞ্চলিক দল প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করতেই এই ফলাফল। দলটির নাম হামরো পার্টি।দার্জিলিং- এর বিখ্যাত রেস্তোরা গ্লেনারিস- এর প্রপাইটার অজয় এডওয়ার্ডস এই দল গঠন করেন। প্রথমে এডওয়ার্ডস ও তার সহকর্মীরা এই দলের জন্য ৪ টি নামের প্রস্তাব আনেন- জন আওয়াজ, জন শক্তি, জনকল্যাণ পার্টি এবং হামরো পার্টি(Municipal Election 2022)।

আরও পড়ুন: Municipal Election 2022 Result : রাজ্যে সবুজ ঝড়ের মাঝেও দার্জিলিং কাঁপাল ‘হামরো পার্টি’

 

অজয় এডওয়ার্ডস দার্জিলিং- এর ব্যবসায়ী মহলের পরিচিত মুখ, তার সাথে GNLF দলের দার্জিলিঙ ব্রাঞ্চের সভাপতিত্ব দিয়েছেন। GNLF সভাপতি মন ঘিসিং এর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত এডওয়ার্ডস। ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় থেকেই দলের সাথে টিকিট পাওয়া নিয়ে মনোমালিন্য হয় গ্লেনারিস মালিকের। পরে তিনি পার্টি থেকে বেরিয়ে একটি স্বতন্ত্র দল গঠন করেন যা এবার পুরসভা নির্বাচনে ৩২ টির মধ্যে ১৮টি আসন পায়(Municipal Election 2022)।অবশ্য যার হাত ধরে এই দলের জন্ম সেই অজয় এডওয়ার্ডস নিজে ২২ নং ওয়ার্ডে দাড়ালেও জয়ের মুখ দেখতে পারেননি। এছাড়াও বিমল গুরুং- এর গোর্খা জনমুক্তি মোর্চা পায় ৪টি আসন। অনীক থাপার ভারতীয় গোর্খা জনমুক্তি মোর্চা পায় ৮টি আসন এবং পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস পায় ২টি আসন(Municipal Election 2022)।

আরও পড়ুন: Russia: আরও চাপে রাশিয়া,যুদ্ধবাজ পুতিনের দেশে পণ্য বিক্রিতে রাশ অ্যাপল,নাইকির

গত কয়েক বছরে পাহাড়ে বিজেপির প্রভাব বিস্তার করছে শোনা গেলেও এবারের পুরসভা নির্বাচনে বিজেপি ও জিএনএলএফ জোটের ঝুলিতে আসন সংখ্যা শূন্য। পাহাড়ের সমীকরণ বোঝা যে অত সহজ নয় তা পরিষ্কার করে দিলেন পাহাড়বাসীরা। আসন্ন দিনে অন্য দলের সাথে হামরো পার্টি জোট করবে কি না, এখন সেটাই দেখার।




Leave a Reply

Back to top button