বঙ্গে ঘূর্ণাবর্তের খাঁড়া! রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির পূর্বাভাস
মৌসুমি অক্ষের স্থান পরিবর্তন ও সাগরের ঘূর্ণাবর্তের কারণে আগামী তিন-চার দিন অতিভারী বৃষ্টিপাত চলবে বঙ্গে

বিগত কয়েকদিন ধরেই আকাশের মুখভার দেখছে বঙ্গবাসী। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে পথঘাট। আবহাওয়া পরিস্থিতি নিয়ে চিন্তিত বঙ্গবাসীর জন্য বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সোম ও মঙ্গলবার বৃষ্টি চলবে বঙ্গে। বজ্র বিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে তাপমাত্রা কমবে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস।
জানা যাচ্ছে, মৌসুমি অক্ষরেখা অবস্থান বদল হচ্ছে। আগামী তিন দিনে মৌসুমি অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। কিছুটা অগ্রসর হয়ে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমি অক্ষরেখা। এছাড়া, বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণিবর্ত সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘন্টা বৃষ্টির প্রকোপ বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও দুই চব্বিশ পরগনায় বৃষ্টি বাড়বে বলে জানা যাচ্ছে। সোম ও মঙ্গল কাটিয়ে বুধবারেও বৃষ্টিপাতের রেশ চলতে পারে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে সেখানে। আবহাওয়ার অবনতির কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎসজীবীদের। সপ্তাহান্তে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে।