“দিদিই সব, ভবিষ্যতে দিদির মতোই হতে চাই!”, দিদির অনুপ্রেরণায় আগামীর পথে HS-এ দশম রিয়াঙ্কার

সর্বদাই বোন দিদিকে দেখেই পেয়েছে অনুপ্রেরণা । আপাতত দিদির পড়াশুনা শেষ এখন সে নার্সিং পেশায় কর্মরত। সেই একই পথে অনুসরণ করতে চায় উচ্চমাধ্যমিকে রাজ্যে দশম স্থানাধিকারী রিয়াঙ্কা মাহাতো। সম্পূর্ণ মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে চায় সে । ৪৮৯ নম্বর পেয়েছে সে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানে নিজের জায়গা করে নিয়েছে পুরুলিয়ার মেয়ে রিয়াঙ্কা।

img 20220610 221346

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়া জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। তার সাথে রাজ্য মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে রিয়াঙ্কা ।

উল্লেখ্য রিয়াঙ্কা ন’পাড়া হাই স্কুলের ছাত্রী। বড় হয়ে তার স্বপ্ন সে নার্স হতে চায়। তাঁর দিদি প্রিয়াঙ্কা মাহাতোও নার্সিং এই পড়াশোনা করছে। তাই দিদিকে দেখেই সেবিকার কাজকে বেছে নিয়ে আজীবন মানুষের সেবা করতে চায় রিয়াঙ্কা। রিয়াঙ্কার বাবা সুনীল চন্দ্র মাহাতো পেশায় স্কুল শিক্ষক। এবং মা কবিতা মাহাতো পেশায় অঙ্গনওয়াড়ীর দিদিমণি। তাদের মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা মা দুজনেই। এবং রিয়াঙ্কা নিজেও ভীষণই খুশি তার এই রেজাল্টে। রিয়াঙ্কার বলেছে, “আশা করিনি যে রাজ্যের মেধা তালিকায় স্থান অধিকার করতে পারবো। তবে পরীক্ষা ভালো হয়েছিল।”

পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্য কী এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে জানায়, “নার্সের কাজ করে মানুষের সেবা করা যায় তাই আমি বড় সেবিকা হতে চাই।” এছাড়াও তার এই ফলাফলের জন্য তার বাবা মা সহ শিক্ষকের অবদান রয়েছে বলে জানিয়েছে সে । নিজের বিদ্যালয়ে পরীক্ষা হওয়ায় কী কোনও বাড়তি সুবিধা হয়েছিল? এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে রিয়াঙ্কা জানায়,” নিজের বিদ্যালয়ে পরীক্ষা হওয়ায় ভয়টা ছিল না।”তবে নিজেকে ভালো নার্স হিসাবে প্রস্তুত করার লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে রিয়াঙ্কা।

 

 

 

 

 




Leave a Reply

Back to top button