India Got Talent : সাথীর নাচের তালেই মাতল গোটা দেশ, বঙ্গকন্যার কপালে নয়া পালক

সোনি টিভির অত্যন্ত জনপ্রিয় শো ইন্ডিয়া গট ট্যালেন্ট (India Got Talent ) । ভারতের নানা প্রান্ত থেকে একাধিক প্রতিভাধারীরা এই মঞ্চে আসেন। তাঁদের প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরেন। প্রতিযোগীদের (India Got Talent ) স্বপ্ন পূরণের পাশাপাশি গোটা দেশের মানুষের সামনে অনেক অদেখা প্রতিভাকে তুলে ধরে এই রিয়্যালিটি(Reality) শো(Show)-এর মঞ্চ। আর এবার ইন্ডিয়া গট ট্যালেন্টের (India Got talent ) মঞ্চে নিজের প্রতিভা নিয়ে হাজির বাংলার মেয়ে।
কিরণ খের, শিল্পা শেট্টি কুন্দ্রা, বাদশাহ ও মনোজ মুনতাশীর মতো দেশের বিনোদন জগতের কিছু অন্যতম মুখ রয়েছে এই শো-এর বিচারকের আসনে। সমগ্র ভারতবর্ষ থেকে আসা প্রতিভাদের শনি ও রবিবার এই শো-এর মাধ্যমে দেখা যায় টিভিতে। এখানে বিচারকদের (India Got Talent ) মুগ্ধ করতে পারলেই মিলবে গোল্ডেন বাজার। যা প্রতিযোগীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নিজেদের স্বপ্নপূরণের দিকে।
এবারের ইন্ডিয়া গট ট্যালেন্টের (India Got Talent ) বিশেষ আকর্ষণ হিসাবে প্রোমো(Promo)-তেই দেখানো হয়েছিল এক অভিনব নৃত্য প্রদর্শন(Dance Performance)-কে। যেখানে দেখা যায়, মাথার চুলের সাহায্যে ঝুলন্ত দড়ি থেকে ঝুলেই চলছে নৃত্য প্রদর্শন। ভারতবর্ষে এই রকম নৃত্য সাধারণভাবেই মানুষ আগে কখনোই দেখেনি। ফলত, এপিসোডের প্রোমো(Promo) টিভি মাধ্যমে সম্প্রচার হওয়ার পর থেকেই মানুষের মনে একটা আকর্ষণ তৈরি হয়ে গিয়েছিল। এই নৃত্য প্রদর্শন মাধ্যমে দর্শক এবং ইন্ডিয়া গট ট্যালেন্টের (India Got Talent ) মঞ্চে থাকা বিচারকদের রীতিমতো হতবাক করে দেয় সেই বঙ্গ কন্যা।
উল্লেখ্য, বর্ধমানের পাঁচড়া নামের একটি ছোট গ্রামের মেয়ে সাথী দে। ছোট থেকেই মা-এর ইচ্ছানুসারে নাচের জগতে পা রাখা। বয়স তখন তিন, কিন্তু জীবনের পাতায় যুক্ত হয়ে গিয়েছে নাচের অধ্যায়ন। প্রারম্ভে বাবা মেয়ের এই নাচের প্রতিভাকে সমর্থন করেননি। বাবা চাইতো পড়াশোনার উপর জোর দিতে। কিন্তু মা-এর ইচ্ছা ছিল অন্য। তাঁর মা চিরকালই চেয়েছেন সে যেন নাচের মাধ্যমে বিশ্বজিতেষু হয়ে ওঠে। আর আজ বিশ্ব পাড়ি দেওয়া খানিকটা বাকি থাকলেও দেশের অন্যতম মঞ্চে নিজের নামকে স্বর্ণাক্ষরে লিখে দিলেন সাথী দে। ফের উজ্জ্বল হল বাংলা নাম। তাঁর কপালে যুক্ত হল নয়া পালক। আজ বাংলার প্রথম হেয়ার অ্যাক্ট ডান্সার সে।
ক্লাস নাইনে পড়া কালীন নাচ শেখার জন্য বর্ধমানের পাঁচড়া থেকে কলকাতা আসতেন সাথী। নিজে নাচ শেখার পাশাপাশি গ্রামের মেয়েদের নাচ শেখাতে শুরু করেন সাথী। এরপর নানা জায়গায় নিজের নাচের প্রদর্শনের মাধ্যমে জীবনের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে সাথী। পৌঁছে যায় স্বপ্ন নগরী মুম্বাইয়ে। নাচের মাধ্যমেই ঘুরে বেড়ায় গোটা দেশ জুড়ে। এরপর এক সময় হেয়ার অ্যাক্ট ডান্সার হওয়ার স্বপ্ন জাগে মনের কোণে। ইচ্ছাশক্তি ও জেদের বশে নিজেই শিখে ফেলেন এই নৃত্য।
আরও পড়ুন……..Love Marriage : লাভ বার্ডসদের জন্য সুখবর! অ্যারেঞ্জ নয় প্রেম বিবাহতেই বেশ আগ্রহী এযুগের বাবা-মায়েরা
এরপর বিট ব্রেকার্স গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া। সেখানে হেয়ার অ্যাক্ট ডান্সে আরও দক্ষ হয়ে ওঠা। প্রথমে প্র্যাক্টিসের ক্ষেত্রে সিলিং ফ্যানে দড়িতে ঝুলিয়ে রাখা। তারপর সেটা পৌঁছায় এরিয়ালে। কঠিন পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জেরে পৌঁছে যায় নিজের স্বপ্নের চুড়ায়। আপাতত তাঁর ইচ্ছা ভবিষ্যতেও এই নাচকেই সম্বল করে এগিয়ে যাওয়া।