রাজনৈতিক মিম! “লাথি খেয়েই তৃণমূলে জয়প্রকাশ”, হাসির ফোয়ারা নেট দুনিয়ায়

গতকাল থেকেই নতুন উত্তেজনায় উত্তেজিত হয়েছে রাজ্য রাজনীতি। গতকাল নজরুল মঞ্চে আয়োজিত হয় তৃণমূলের সাংগঠনিক কর্মসূচি। উত্তরপ্রদেশ সফর থেকে ফেরার পথেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যে ফিরেই দ্রুত সাংগঠনিক রদবদলের উপর জোর দেবেন। আর কথা মতোই কাজ। এদিন জাতীয় স্তরে নিজ দলের সাংগঠনিক রদবদলের কাজ সমাপ্ত করলেন তৃণমূল সুপ্রিমো।

নিজেদের পুরানো পদেই বহাল থাকল অনেক শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার মধ্যেও রাজ্য জুড়ে দেখা গেল অন্য উত্তেজনা। চলতি বছরের প্রথম মাসের শেষ দিকে বঙ্গ বিজেপি নিজেদের মধ্যে হওয়া কোন্দলের জেরে সাময়িকভাবে বরখাস্ত করে বিজেপির পুরানো নেতা ( Jay Prakash Majumdar ) জয়প্রকাশ মজুমদারকে। বিজেপি তরফে বরখাস্ত হওয়ার পর থেকেই শুরু হয়েছিল তৃণমূলে প্রবেশের জল্পনা। আর এদিন সেই জল্পনাতেই জল ঢেলে শাসক দলে যোগ দিলেন বরিষ্ঠ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। যোগদানের সাথে সাথেই পেয়ে গেলেন তৃণমূলের সহ সভাপতির পদ।

Jay Prakash Majumdarউল্লেখ্য, বিজেপি ছেড়ে তৃণমূলে প্রবেশ করার পর থেকেই রাজ্য জুড়ে যেন তৈরি হয়েছে এক অন্য রকম শোরগোল। আর এই শোরগোল যে শুধুই রাজনৈতিক মহলের কিংবা সংবাদমাধ্যমের রাত ৮টার তর্ক-বিতর্ক প্যানেলের নয়। রাজনীতির এই শোরগোল তৈরি হয় ( Jay Prakash Majumdar ) সামাজিক মাধ্যমেও।  মিমে ছড়াছড়ি হয় গোটা সামাজিক মাধ্যম। রাজনৈতিক মিম! পুরানো ভিডিওকে কেন্দ্র করে ওঠে হাসির ফোয়ারা।

২০১৯ সালে নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। নির্বাচনী আবহে বেরিয়ে পড়েছিলেন প্রচারকার্যে। কিন্তু নদিয়ার থানাপাড়া রাস্তায় আসতেই ঘটে বিপদ। তুমুল উত্তেজনা তৈরি হয় এলাকায়। সময়ের হাত ধরে পরিস্থিতিতে জোট বাঁধে আরও। সেদিন নদিয়ার থানাপাড়ায় রাস্তায় হটাৎই এক ব্যাক্তি লাথি মেরে সেই রাস্তার ধারে থাকা কচুবনে ঠেলে ফেলে দেয় ( Jay Prakash Majumdar ) জয়প্রকাশ মজুমদারকে। সেই ঘটনাকে কেন্দ্র করে একদা তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পরে জানা যায়, তৃণমূলের বিএ পাশ, রগচটা তারিকুল ইসলাম সেদিন লাথি মেরেছিল জয়প্রকাশ মজুমদারকে। আর আজ সেই লাথি খাওয়ার পরও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বরিষ্ঠ রাজনীতিবিদ জয়প্রকাশ মজুমদার।

আরও পড়ুন….রাজনৈতিক উত্তেজনা! জয়প্রকাশ থেকে পিকে অন্দরমহলের জল্পনা-কল্পনা সবই প্রকাশ পেল নজরুল মঞ্চে

তৃণমূলে যোগ দানের পর থেকেই সামাজিক মাধ্যম জুড়ে ফের ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। “লাথি খেয়েই তৃণমূলের প্রতি টান বেড়েছে” এমনটাই মন্তব্য অনেকের। সামাজিক মাধ্যম জুড়ে এ যেন নতুন রাজনৈতিক মিম! তবে এই পরিপ্রেক্ষিতে আবার সেই তারিকুল ইসলামের বক্তব্য, “উনি( Jay Prakash Majumdar ) এখন আমাদের দলে? তাই নাকি!”  ক্ষণিকের জন্য যেন বিশ্বাস হয়নি এই কথা। আর বিশ্বাস হওয়ার পর রীতিমতো লজ্জা পেলেন তারিকুল।




Leave a Reply

Back to top button