কবি-সাহিত্যিকরা নাকি শিরদাঁড়া বিলিয়েছে! মমতার নিরলস সাহিত্যচর্চা নিয়ে বিস্ফোরক জয়জিৎ

গত সোমবার রবীন্দ্রজয়ন্তীর দিন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর একটি কবি  প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে। এবং সেখানেই চালু হয় বাংলা অকাদেমি পুরস্কার। সেক্ষেত্রে নিরলস সাহিত‍্যচর্চার জন‍্য এই বাংলা সাহিত‍্য আকাদেমি পুরস্কার প্রথম দেওয়া হয় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ( Mamata Banerjee ) । তাদের দাবি রাজ‍্যের প্রতিটি জনগণের জন্য সর্বক্ষণ কাজ করার পরও সাহিত্য প্রেম ফুটে উঠেছে মুখ্যমন্ত্রীর মধ্যে আর এজন্যই এই পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি। তবে এরপর থেকেই এই নিয়ে শুরু হয়েছে বিভিন্ন বিতর্ক। সম্প্রতি এই বিষয় নিয়েই মুখ খুললেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ( Joyjit Banerjee ) ।

 

আসলে অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায় আগাগোড়াই একজন স্পষ্টবক্তা ছিলেন। সত্যি কথা স্পষ্টভাবে বলতে কখনও দ্বিধাবোধ করেননি বাঙালি এই অভিনেতা। এর পরিচয় আগেও বহু ক্ষেত্রে পাওয়া গেছে। আর এবারও বাংলা অকাদেমি পুরস্কার মুখ্যমন্ত্রীকে দেওয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সে বিষয়ে মুখ খুললেন জয়জিৎ ( Joyjit Banerjee indirectly talk about Mamata Banerjee ) । তবে সরাসরি কারোর নাম করে তির ছোড়েননি এই অভিনেতা। বরং নাম না করেই তিনি লিখেছেন যে মৃত্যুর পর অঙ্গদান ভালো কিন্তু মৃত্যুর আগেই শিরদাঁড়া দান কি সম্ভব? বাংলা কবি সাহিত্যিকরা সেটাই করে দেখিয়েছেন।

img 20220513 214534

 

নিজের ফেসবুকে করা এই পোস্টে সরাসরি কোন নাম উল্লেখ না করলেও তিনি লেখাটা ঠিক কাকে ইঙ্গিত করে লিখেছেন সেটা বুঝতে কারুর বাকি নেই। সোমবার ওই কবি প্রণামের অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীকে নিরলস সাহিত্যচর্চার জন্য বাংলা অকাদেমি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে বাংলার নামকরা সাহিত্যিকদের সঙ্গে আলোচনা করেই মুখ্যমন্ত্রী কে এই সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখান থেকেই শুরু হয় বিতর্ক।

img 20220513 214851

আরও পড়ুন: সামাজিক মন্তব্যের খেসারত দিতে হল ছাত্রকে! সোশ্যাল মিডিয়া হ্যাঁকের পরেও মিলল না আইনি সহায়তা

এরপর বিতর্ক আরও বাড়ে যখন শিল্পী শুভাপ্রসন্ন বলেন যে এতে সমালোচনার মতো কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। তার দাবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন তবে নিজে মুখ্যমন্ত্রীকে পুরস্কার দিতেন। এছাড়াও নিন্দুকদের ঈর্ষাকাতর বলে কটাক্ষ করতেও ছাড়েননি শুভপ্রসন্ন। আর এসব শুনেই হতবাক হয়েছেন সাধারণ মানুষ। প্রসঙ্গত পূর্বেও অভিনেত্রী শ্রীলেখা মিত্র মুখ্যমন্ত্রীর লেখা কবিতা নিয়ে কথা বলেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ‘হাম্বা’ এবং ‘এপাং ওপাং ঝপাং’কবিতা দুটি পড়ে শুনিয়ে ছিলেন। যাতে কার্যত হাসির রোল উঠেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। আর শ্রীলেখা মিত্রের পর এবার জয়জিৎ মুখ খুলেছেন এ বিষয়ে। তার ফেসবুকে সেই পোস্টটিও রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: মদে নেই নেশা! মদ খেয়ে নেশা না হওয়ায় সোজা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ ঠুকল মাতাল




Leave a Reply

Back to top button