দুর্ঘটনার কবলে কলকাতা – রাধিকাপুর (13145) এক্সপ্রেস

BIG BREAKING: আগুন লেগে যায় ইঞ্জিনে, হতাহতের খবর নেই

ফারাক্কা ব্রিজের আগে রেল ট্র্যাকের মাঝে ট্রাক এসে পড়ে। আর এতেই ঘটে চরম বিপদ। ট্রেনের গতি খুব কম থাকায় লাইনচ্যুত হয়নি। তবে কোনও যাত্রীর হতাহতের খবর মেলেনি এখনও। লোকোপায়লট কেমন অবস্থায় রয়েছেন সেটা নিয়েও তেমন কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। সেই আগুন নেভানোর কাজ চলছে দ্রুতগতিতে। ট্রেন আবার কখন ছাড়বে এখনও বলা যাচ্ছে না। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে ফারাক্কার উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন। এছাড়া পুলিশও গাড়ি করে যাত্রীদের পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ফারাক্কা অবধি। সবাই চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের প্রিয়জনদের কাছে ফিরতে।

এক যাত্রীর কথায়, ‘আমার বাবা মা এই ট্রেনে প্রতি মাসে‌ যাতায়াত করে, ভয়ে হাত পা কাঁপছে আমার। রেলে আর কোনও নিরাপত্তা থাকছে না। আমাদের রেল ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে! এক এর পর এক‌ রেল দুর্ঘটনা‌ ঘটেই চলেছে। সামনে ভোট আসছে, চোখ‌ খুলে এবার ভোট দিন। অন্ধ থেকে আর কতদিন!’




Leave a Reply

Back to top button