এবার ফের নতুন মহিলা মুখ বিজেপি থেকে তৃণমূলে, কুনালের মন্তব্য ঘিরে জল্পনা!
কোন মহিলা বিধায়ক বিজেপি থেকে ফিরছে তৃণমূলে, কুনালের মন্তব্য ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতর!

বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এর মধ্যেই ফের একবার আরও এক বিজেপি বিধায়ককে নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এবার উত্তরবঙ্গের এক মহিলা বিজেপি বিধায়কের নাম জল্পনায় ভাসিয়ে দিলেন তিনি। বিষয়টি নিয়ে স্বাভাবিক ভাবে শোরগোল পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে মালদহে বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরীর গাড়িতে এক তৃণমূল নেতার গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ সামনে আসে। উত্তরবঙ্গের এই মহিলা বিজেপি বিধায়ক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। এদিন এই MLA-ক নিয়েই মন্তব্য করলেন তৃণমূলের কুণাল ঘোষ। আর তাতেই জোড়ালো হল জল্পনা।সম্প্রতি এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “শ্রীরূপা চৌধুরীকে কেন প্রাণে মারা হবে? উনি তো আর কিছুদিন পরই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে আসবেন। তাহলে ধাক্কা কেন মারা হবে। ধাক্কা মারা হয়নি। হয়ত কোনও কারণে ধাক্কা লেগে গেছে।” তৃণমূল মুখপাত্রের এই মন্তব্যেই শুরু জল্পনা।
প্রসঙ্গত কয়েকদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে নাম লেখান বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দেন কোতুলপুরের বিধায়ক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের একতরফা ফলের পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন একের পর এক বিধায়ক। যার মধ্যে অন্যতম মুকুল রায়। যদিও বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে।