লক্ষীর ভান্ডারের টাকা যাচ্ছে পুরুষের অ্যাকাউন্টে
লক্ষ্মীর টাকা পাচ্ছে পুরুষ! কোচবিহার মাথাভাঙ্গায় উঠে এলো এমন দুর্নীতির চিত্র

শুভঙ্কর, কোচবিহার: ২০২২ সাল থেকে হয়েছে শুরু। এক বছর কেটে হতে যায় দু’বছর। কোনভাবেই সমস্যা এড়াতে পারছেনা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। উঠে আসছে একের পর এক দুর্নীতি। কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই-এর নজরে একের পর এক হেভিওয়েট নেতা ও মন্ত্রী। এবার তারই মাঝে নতুন এক বিপদের মুখে বাংলার শাসকদল। এটি এক অন্যরকমের জালিয়াতি যা মানুষের স্বপ্নেও পারেনি কল্পনা করতে। তা কি এমন ঘটলো? ‘লক্ষীর ভান্ডার’! এই প্রকল্পটি ঘোষণা করার সঙ্গে সঙ্গেই হয়ে উঠেছিল জনপ্রিয়। এমনকি এই প্রকল্পের সুবিধা নিতে ভিড় দেখা গেছিলো চোখে পড়ার মতো।
এবার এই ‘লক্ষ্মীর ভান্ডার’রে দুর্নীতির কালো ছায়া। ‘এই টাকা জুটছেনা লক্ষ্মীর কপালে। যাচ্ছে একটি পুরুষের অ্যাকাউন্টে।‘ ফের উঠে এলো এমন চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনাটি ঠিক কি? ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়ার কথা বাংলার মহিলাদের। কিন্তু সেই লক্ষ্মীর টাকা লক্ষ্মীর কাছে না গিয়ে যাচ্ছে নারায়ণের কাছে। অর্থাৎ পুরুষের কাছে। এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গায়। জানা গিয়েছে, প্রকল্পের টাকা ঢুকেছে মনোরঞ্জন দে নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। যদিও এই বিষয় নিজের বক্তব্য পেশ করেছেন মনোরঞ্জন বাবু। তিনি জানিয়েছেন, “এটা সত্যি যে আমার অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকেছে। তবে সত্যিই আমি এটা জানিনা যে এই টাকাটা কিসের।”
প্রসঙ্গত, এটাই প্রথমবার নয় যেখানে এমন ঘটনা উঠে এসেছে। এর আগেও মাথাভাঙাতে একটি পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার ঘটনা সামনে এসেছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বনাম বিরোধী রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই, রাজধানী দিল্লির বুকে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস। সেখানেই আবার তৃণমূলের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ করতে দেখা গেছে বাংলার বঞ্চিত চাকরিপ্রার্থীদের। তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে দুর্নীতির চিত্র উঠে এলো বাংলার মানুষের সামনে। এবার কি এই নিয়ে পাল্টা বিপদে পড়বে শাসকদল?