বাজারে লক্ষ্মীর ভান্ডার চিপস! নামের নেপথ্যে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বিরোধীরা

চিপস খেতে ভালবাসেন? বর্তমান যুগে দাঁড়িয়ে একটি জনপ্রিয় খাবার হয়ে উঠেছে আলুর চিপস। নানা রঙে নানা স্বাদে মানুষের হাতে চলে এসেছে রকমারি চিপস। খেতেও দারুন। সকাল থেকে রাত গোটা দিনের যে কোনও সময়েই চিপস একটি গ্রহণযোগ্য খাবার হয়ে উঠেছে মানুষের কাছে। কিন্তু যদি এই চিপসেও লেগে যায় রাজনৈতিক রঙ? তা হলে ব্যাপারটা কীরকম হবে বলুন তো?
গত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের বাজারে দেখা গেছে এমনটাই। সেখানে এখন চলছে চিপসের রাজনীতি। বর্তমান পুঁজিপতি বেড়েছে ব্যবসার সংখ্যা। একটি চিপসের প্যাকেট কেনার ইচ্ছা হলে মিলবে হাজার বিকল্প। আর এই হাজার বিকল্পের মধ্যেই দেখা মিলল এক অন্য রকম চিপসের প্যাকেটের। যাকে নিয় শুরু হল রাজনৈতিক তরজা। চিপসের প্যাকেটের উপর নামের জায়গায় লেখা ( Lakshmir Bhandar ) লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার। এই বিষয় দোকানদারদের বক্তব্য, মূলত চিপসের প্যাকেটটির বিক্রি বাড়াতেই কোম্পানি এই প্রকার নাম দিয়েছে। আর তাতে বাজারে বেড়েছে চিপসের জনপ্রিয়তা। সরকারি প্রকল্পের নাম ও ভিতরে থাকা ছোট্ট উপহার রীতিমতো আকর্ষণ করছে বাচ্চদের মন।
তবে চিপসের প্যাকেটে সরকারি জনস্বার্থ প্রকল্পের নামকে কেন্দ্র করে রাজনৈতিক গন্ধ পাচ্ছে বিরোধীরা। তাঁদের দাবি, মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই আকর্ষণের ( Lakshmir Bhandar ) রাজনীতি করতে সরকার। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে তৃণমূলকে রাজ্যে পুনরায় প্রতিষ্ঠা করতে নির্বাচনের আগে ১০টি অঙ্গীকার সহ মানুষের সামনে আসেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে সর্বগ্রহণযোগ্য দুটি অঙ্গীকার হল, দুয়ারে সরকার ও ( Lakshmir Bhandar ) লক্ষ্মী ভান্ডার। মুখ্যমন্ত্রীর এই দুই জনকল্যাণ কর্মসূচিতে বেশ আগ্রহ দেখান রাজ্যবাসী। ইতিমধ্যে রাজ্য জুড়ে কন্যাশ্রীর মতোই জনপ্রিয়তা লাভ করেছে এই প্রকল্পগুলি।
আরও পড়ুন…অ্যাভেঞ্জার্স এর মতই শক্তিশালী শক্তিমান,বললেন নব্বই দশকের ছোটপর্দার চর্চিত সুপারহিরো মুকেশ খান্না
উল্লেখ্য, রাজনীতির ময়দানে কিন্তু এই প্রকার ঘটনা প্রথম নয়। এর আগেও বিহারের রাজনীতিতে দেখা গিয়েছিল এই প্রকার ( Lakshmir Bhandar ) দ্রব্যের রাজনীতি। বিহারে লালু প্রসাদ একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। তাঁর সময়কালেও বাজারে উঠেছিল লালুজি পুতুল। ছোট ছোট কোম্পানিগুলি নিজেদের বিক্রি বাড়ানোর উদ্দেশে তৈরি করা শুরু করেছিল জনপ্রিয় মুখ্যমন্ত্রীর পুতুল। বাজারে এই লালু পুতুল আসার পরই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সেটি। সেই সময়কালে এর মধ্যে রাজনৈতিক গন্ধ পেয়েছিল সংবাদমাধ্যম ও বিরোধীরা।