জালে ধরা পড়ল বিশালাকার অজগর, সাতসকালে জলপাইগুড়ির মুন্ডা বস্তিতে চাঞ্চল্য

হইচই পড়ে যায় এলাকায়। সাপ দেখতে উৎসুক জনতা ভিড় জমায় মুন্ডা বস্তিতে।

জালে ধরা পড়ল বিশালাকার অজগর সাপ। জলপাইগুড়ির মুন্ডা বস্তি এলাকার ঘটনা। বাড়ির পাশে জাল পেতেছিলেন গৃহস্থ। তাতেই ধরা পড়ে সাড়ে ৭ ফুটের অজগর সাপ। হইচই পড়ে যায় এলাকায়। সাপ দেখতে উৎসুক জনতা ভিড় জমায় মুন্ডা বস্তিতে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক বাসিন্দা দেখেন, এক বাড়ির পাশের জমিতে প্রায় সাড়ে সাত ফুটের অজগর। জালের মধ্যে ছটফট করছে সাপটা। বিষয়টা মুখে মুখে চাউড় হয়ে যায়। স্থানীয়রা এসে ভিড় জমান। এরপর তাঁরাই খবর দেন পরিবেশপ্রেমী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে।

Python,Jalpaiguri,Rescue,West Bengal,North Bengal

খবর পেয়ে মুন্ডা বস্তিতে গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করে তারা। দীর্ঘক্ষণ জালে আটকে থাকার কারণে সামান্য চোট পেয়েছে অজগরটি। গ্রিন জলপাইগুড়ির সম্পাদক তথা পরিবেশপ্রেমী অঙ্কুর দাস বলেন, ‘সাপটি দীর্ঘক্ষণ জালে আটকে থাকায় হাঁসফাঁস করছিল। সামান্য আঘাতও পেয়েছে। প্রাথমিক চিকিৎসা করা হয়েছে’। জানা গেছে, অজগরটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে।

স্থানীয়দের অনুমান, বনজঙ্গল কেটে ঘরবাড়ি গড়ে উঠছে। তাই খাদ্য এবং বাসস্থানের অভাবেই লোকালয়ে ঢুকে পড়ছে সাপ। এমন ঘটনায় আতঙ্কে গ্রামবাসীরা। তবে গত বছর যে বিপুল পরিমাণ অজগর উদ্ধার হয়েছিল, এ বছর সেই পরিমাণ অনেক কম।

প্রসঙ্গত, এর আগে উত্তরবঙ্গের একটি স্কুলে পরীক্ষা চলাকালীন ক্লাস রুমে ঢুকে পড়েছিল সাপ। শুরু তাই নয়, সাপের কামড়ে এক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অন্য একটি স্কুলে সাপের আতঙ্কে ছুটি দিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকেও বিষধর সাপ উদ্ধার হয়েছিল।




Leave a Reply

Back to top button