হাওড়ায় ঢোকার আগেই লাইনচ্যুত লোকাল ট্রেন…

Breaking: লাইনচ্যুত লোকাল ট্রেন, হেঁটে ঝুঁকি নিয়ে পারাপার

অফিস টাইমের তাড়াহুড়োর মাঝে ঘটল আরেক বিপত্তি। হাওড়ার কারশেডে ঢোকার সময় লাইনচ্যুত হয়ে পরে বাগনান-হাওড়া ট্রেন। বুধবার (আজ) সকাল সাড়ে ন’টার সময় প্ল্যাটফর্মে ঢুকছিল ট্রেনটি। তখনই লাইনচ্যুত হয়ে পড়ে। সকাল সকাল অফিস টাইমে এই ঘটনা ঘটায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। অবশেষে ট্রেন থেকে নেমে রেললাইন ধরেই ঝুঁকি নিয়ে পারাপার করেন যাত্রীরা।

রেল সূত্রে জানা গিয়েছে, বাগনান থেকে হাওড়ার দিকে আসছিল লোকাল ট্রেনটি। হাওড়া স্টেশন সংলগ্ন টিকিয়াপাড়া কারশেডের কাছে আসতেই ঘটে যায় চরম বিপত্তি। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কিছুক্ষণ আগে বাঙ্গালবাবু সেতুর কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। স্বস্তির বিষয় হচ্ছে কোনও হতাহতের খবর নেই।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত কাজ শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, রেল পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। ডাউন লাইনের পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। এর ফলে নিত্যযাত্রীদের কিছুটা ভোগান্তি হতে পারে।




Leave a Reply

Back to top button