ফের একবার সাত পাকে Madan Mitra, লাখ টাকার পাঞ্জাবি পরে বসলেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতে

দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মদন মিত্র ( Madan Mitra ) । এদিকে তৃণমূলের অন্দরে যখন প্রবল দ্বন্দ্ব, তাঁকে নিয়েও বেশ অস্বস্তি রয়েছে দল, সেই সময় আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মদন। এমনটাই জানাচ্ছেন স্বয়ং মিত্র ( Madan Mitra ) বাবুমশাই। বুধবার বিকাল চারটে নাগাদ ভবানিপুরের শাঁখারিপাড়ার বাসভবন থেকে বরযাত্রী নিয়ে বের হবেন মদন মিত্র ( Madan Mitra ) । গন্তব্যস্থল কালিঘাট। কিন্তু, কেই বা থাকতে চলেছে মদনের বাঁ পাশে? এই নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা-কল্পনা। তিনি নিজেও এই বিষয়ে আগে থেকে কোনও রকম উচ্চবাচ্য করছেন না।

বিয়ের গোটা পরিকল্পনা একপ্রকার তৈরি। শুক্রবার রাতেই সেরে ফেলেছেন যাবতিয় কেনাকাটা। লাল রঙের পাঞ্জাবি সঙ্গে ঘিরে রঙের ধুতি। তাও আবার লাখ টাকার। নব বধূর জন্যও কিনে ফেলেছেন লাল বেনারসি। সঙ্গে বাসি বিয়ের জন্য থাকছে পাঞ্জাবি। এমনটাই খোদ নিজেই জানিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ( Madan Mitra ) ।

Madan Mitraবিয়ের প্রসঙ্গে প্রাক্তন পরিবহণ মন্ত্রী জানান, “আসলে আমি মানসিক ভাবে খুব বিভ্রান্ত। সামনেই ভ্যালেন্টাইন ডে। সবাই বলছে, “ওয়ান ম্যান ওয়ান পোস্ট”। তাই আমিও ভাবছিলাম ‘ওয়ান ম্যান ওয়ান ওয়াইফ’। কিন্তু এখন ভাবছি দু’টো হাত দু’টো পা-এর মতো দু’টো বউ ছাড়া চলবে না। তাই আবার বিয়ে করছি।” তবে দ্বিতীয় বিয়েতে মাথায় টোপর দিতে নারাজ ( Madan Mitra ) বিধায়ক। সেই কারণে নিজের ফ্যাশন ডিজাইনারকে টোপরের বিকল্প কিছু ভাবতে বলছেন। পাশাপাশি, বরযাত্রীদের সাজসজ্জায় যেন কোনও খামতি না থাকে সেই বিষয়েও বিশেষভাবে নজর রেখেছেন তিনি। থাকছে ব্যান্ডপার্টি রীতিমতো শোভাযাত্রা করে ভবানীপুর থেকে কালিঘাট পর্যন্ত বিয়ে করতে যাবেন বলে জানিয়েছেন মদন মিত্র।

আরও পড়ুন…..Madan Mitra-Didi No.1: দিদি নং ওয়ানে সস্ত্রীক হাজির মদন মিত্র , মঞ্চ ভাগ করলেন বাবুল সুপ্রিয়

আরও পড়ুন…..Madan Mitra : হুকো হাতে মদনের সঙ্গে ঘনিষ্ট অবস্থায় বসে এক যুবতী, স্যান্ডির পোস্টে তুমুল হইচই নেটপাড়ায়

এদিকে এই প্রসঙ্গে মদন ( Madan Mitra ) অনুগামীদের একাংশ বলছেন, এক ব্যাক্তি এক পদ নিয়ে তৃণমূলে অন্দরে যে প্রবল দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই বিষয়ে দল নেত্রীর কাছে বার্তা পৌঁছাতে এই ধরনের বিকল্প ও অভিনব পদ্ধতিকে বেছে নিয়েছেন বিতর্কিত বিধায়ক মদন মিত্র। ঘটনাচক্রে যে সময়ে মদন মিত্র বিয়ে করতে পৌঁছাবে কালিঘাটে, ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাসভবনে শুরু হবে উচ্চ পর্যায়ের বৈঠক। তাই দ্বিতীয় বিয়েকেই হাতিয়ার করে এক অন্যরকম বার্তা পৌঁছাতে চাইছেন মদন মিত্র, এমনটাই মতামত তার অনুগামীদের। নান বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল তরফে মদন মিত্র শোকজ করা হয়েছে। তবে এই বিষয়ে কোনও চিঠি হাতে পাননি বলেই জানিয়ছেন মদন। এই পরিস্থিতি শনিবার বিকাল ঠিক কী নতুন চমক দেন, অপেক্ষায় অনুগামীরা।




Leave a Reply

Back to top button