হালকা শীতে হবে Madhyamik 2023 সালের পরীক্ষা, দিন ক্ষণ জানিয়ে সূচি প্রকাশ করল পর্ষদ

জেলায় জেলায় এখন নম্বরের প্রতিযোগিতা। সকাল সকাল বেরিয়েছে মাধ্যমিকের(Madhyamik 2022) ফলাফল আর তাই নিয়েই মেতে আছে রাজ্যের বিদ্যালয়গুলি। এমতাবস্থায় পরের বছর অর্থ্যাৎ ২০২৩ সালের মাধ্যমিকের দিন ক্ষণ(Madhyamik Examination Schedule) প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। প্রসঙ্গত, পূর্ণ সিলেবাসের উপরেই মাধ্যমিক পরীক্ষা হবে বলে নিশ্চিত করে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। এদিন ফলাফল প্রকাশ হওয়ার পরই পরবর্তী বছরের সূচি ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 

madhyamik result
মাধ্যমিকের ফলাফল দেখুন আমাদের সাইটে
  • সূচি অনুযায়ী জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের ২৩ তারিখ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। প্রথম ভাষার পরীক্ষার মধ্যে দিয়েই শুরু হবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা।
  • ২৪ ফেব্রুয়ারি থাকবে দ্বিতীয় পরীক্ষা।
  • ২৫ ফেব্রুয়ারি থাকবে ভূগোল পরীক্ষা।
  • ২৭ ফেব্রুয়ারি থাকবে ইতিহাস পরীক্ষা।
  •  ২৮ ফেব্রুয়ারি থাকবে জীবনবিজ্ঞান পরীক্ষা।
  • ২ মার্চ থাকবে অঙ্ক পরীক্ষা।
  • ৩ মার্চ থাকবে ভৌত বিজ্ঞান পরীক্ষা।
  • ৪ মার্চ থাকবে ঐচ্ছিক বিষয়।

প্রসঙ্গত, টানা ফেব্রুয়ারি শেষ সপ্তাহ থেকে মার্চ অবধি চলবে পরীক্ষা। রাজ্য জুড়ে চলছে জোর প্রস্তুতি। এ বছর প্রকাশিত মাধ্যমিকের ফলাফল অনুযায়ী, রাজ্য জুড়ে প্রথম হয়েছেন দু’জন ছাত্র। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল রাজ্য জুড়ে অধিকার করেছে প্রথম স্থান। উভয়ের প্রাপ্ত নম্বর হল ৬৯৩। অপরদিকে, গোটা রাজ্য জুড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে দু’জন। কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। উভয়ের প্রাপ্ত নম্বর হল ৬৯২।  

আপনার মাধ্যমিকের ফলাফল দেখতে ক্লিক করুন…….WBBSE MADHYAMIK LIVE | WEST BENGAL MADHYAMIK RESULTS 2022 | প্রকাশিত মাধ্যমিকের ফল | WBRESULTS.NIC.IN 2022

জেলার ক্ষেত্রে সাফল্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সেখানে সাফল্যে পরিমাণ ৯৭.৬৩ শতাংশ। জেলা ক্ষেত্রে সাফল্যের দিক থেকে দ্বিতীয় স্তরে রয়েছে কালিম্পং। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর ও চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। 




Leave a Reply

Back to top button