রাজ্য পুলিশে একসঙ্গে ৩১ আইপিএস বদল, বদলি করা হল ১০ এসপি-কেও, জেলায় জেলায় হইচই
জানা গেছে, ১০ এসপি-সহ ৩১ আইপিএসকে বদলি করা হয়েছে। পাশাপাশি ডিআইজি এবং কলকাতা পুলিশের উচ্চপদেো রদবদল করা হয়েছে।

মঙ্গলবার ১২ দিনের স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জেলা প্রশাসনে একাধিক রদবদলের খবর সামনে আসে। এক সঙ্গে ১২ জন জেলাশাসককে বদলি করা হয়। বেলা গড়াতেই পুলিশের শীর্ষপদে রদবদলের খবর সামনে এল। জানা গেছে, ১০ এসপি-সহ ৩১ আইপিএসকে বদলি করা হয়েছে। পাশাপাশি ডিআইজি এবং কলকাতা পুলিশের উচ্চপদেো রদবদল করা হয়েছে।
জানা গেছে, শিলিগুড়ি পুলিশ কমিশনার ছিলেন অখিলেশ কুমার চতুর্বেদী। তাঁকে আইজি জলপাইগুড়ি রেঞ্জ করা হয়েছে। ডিআইজি বাঁকুড়া মুকেশকে ডিআইজি মুর্শিদাবাদ করে পাঠানো হচ্ছে। জলপাইগুড়ির ডিআইজি সি সুধাকরকে করা হয়েছে শিলিগুড়ির পুলিশ কমিশনার। ডিআইজি মুর্শিদাবাদ রশিদ মুনির খানকে ডিআইজি হেড কোয়ার্টার করা হয়েছে। বারুইপুরের এসপি পুষ্পাকে কলকাতা পুলিশের ব্যাটেলিয়ন টু-তে পাঠানো হয়েছে ডিসি করে। তাঁর জায়গায় ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ কমিশনার হয়ে আসছেন পলাশ চন্দ্র ঢালি। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার করে আনা হল চিন্ময় মিত্তলকে। তিনি অ্যাডিশনাল এসপি পুরুলিয়া ছিলেন।
গতকালই পূর্ব মেদিনীপুরের জেলা সুপারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কে অমরনাথের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেছিলেন, স্পিডোমিটার হাতে বেছে বেছে তাঁর গাড়িকেই ধরছেন সুপার। যাতে মামলা করা যায়। পঞ্চায়েত ভোটের সময়ও অমরনাথের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন শুভেন্দু। সেই কে অমরনাথকেও এদিন বদলি করা হল। তাঁকে কৃষ্ণনগরের পুলিশ জেলার সুপার করা হয়েছে। তাঁর জায়গায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার করে পাঠানো হচ্ছে হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টাস) সৌম্যদীপ ভট্টাচার্যকে। এ ছাড়া কোচবিহার, রানাঘাট পুলিশ জেলা, পূর্ব বর্ধমান, হুগলি গ্রামীণ, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলার সুপারও বদল করা হয়েছে।
২০২৪-এ লোকসভা ভোট। সে কথা মাথায় রেখেই রাজ্য পুলিশে এই রদবদল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ দুই বা তিন বছর ধরে কোন পুলিশ কর্তা যদি একই পদে থাকেন তাহলে নির্বাচন কমিশন বদলে দিতে পারে। তার আগেই রদবদল সেরে রাখা হল।