Malda : পৈশাচিকতার শিকার আরও এক, পুজো দেখে ফেরার পথে ধর্ষণ নবম শ্রেণীর এক ছাত্রীকে

রবিবার বিকালে সরস্বতী প্রতিমা দেখতে বেরিয়েছিল মালদার মানিকচকের ( Malda ) লস্করপুরের এলাকার নবম শ্রেণীর ছাত্রী। মনের আনন্দে প্রতিমা দেখে ফেরার পথেই ঘটলো বিপদ। নাবালিকাকে জোরপুর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ( Malda ) এলাকা জুড়ে। ইতিমধ্যে মানিকচক থানায় দায়ের করা হয়েছে অভিযোগ এবং এক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে থানা সূত্রে। শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত।
উল্লেখ্য, মানিকচকের স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীতে পড়াশোনারত ওই ছাত্রী। সরস্বতী পুজো উপলক্ষে রবিবার প্রতিমা দেখতে বেরিয়েছিল ওই ছাত্রী। কিন্তু ফেরার পথে হটাৎই এক ফাঁকা রাস্তা থেকে রাজেশ মিয়াঁ সহ আরও এক যুবক তাঁকে মুখে রুমাল চাপা দিয়ে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয় একটি ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে তাঁকে মারধর ও ধর্ষণ করে বলে অভিযোগ নাবালিকার। সেই অবস্থাতেই নাবালিকা চেঁচামেচি করলে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোনও মতে নিজের ক্ষত বিক্ষত দেহ নিয়ে স্থানীয়দের মদতে নিজের বাড়ি ফেরে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় স্থানীয় ( Malda ) মানিকচক হাসপাতালে। গোটা ঘটনার ভিত্তিতে থানায় দায়ের করা হয়েছে মামলা।
আরু পড়ুন….Rape case in 2021: পর পর তিনজনকে ধর্ষণ! অসমে উত্তপ্ত পরিস্থিতি
এই প্রসঙ্গে নির্যাতিতার মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “যে যুবক এই গোটা ঘটনা ঘটিয়েছে তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সে যাতে ( Malda ) গ্রামের মধ্যে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে তারও দাবি জানাচ্ছি। আমি চাই পুলিশ গোটা ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নিক।” মানিকচক থানা সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি জনের খোঁজে তল্লাশি চলছে।