Mamata Banerjee: ‘একটাই পোষ্ট, বাকি সব ল্যাম্পপোস্ট’- “মমতা সর্বাধিনায়িকা, অভিষেক সেনাপতি” : কুনাল

প্রত্যুষা সরকার, কলকাতা: সামনেই কলকাতা পুরভোট। সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ, সব শিবিরেই চলছে পাল্লা দিয়ে ভোটের প্রচার। এরইমধ্যে দিনদিন বেড়েই চলেছে তৃণমূল ( TMCP ) শিবিরের অন্দরের গোষ্ঠী দ্বন্দ্ব। বিরোধী দলগুলোর দাবি দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণীর নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবে তৃণমূল এখন দুটি শিবিরে বিভক্ত। তার একটি মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) অন্যটি অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। বিভিন্ন সময়ে তৃণমূলের বিভিন্ন নেতাদের আচরণেই মমতা ( Mamata Banerjee ) বনাম অভিষেকের ছবিটি আরও বেশি করে মান্যতা দিচ্ছেন বিরোধী পক্ষ।

Mamata Banerjee: গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে স্বয়ং দলের নেত্রী

বস্তুত পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব নেমে এসেছে রাস্তায়। যার ফলে কিছুটা অস্বস্তিতে শাসক শিবির। দলের অন্তরের এই দ্বন্দ্ব কে মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন শীর্ষ নেতারা। এমনকি এই নিয়ে স্বয়ং তৃণমূল নেত্রী ( Mamata Banerjee ) নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলের নেতা-কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না হয় তার উদ্দেশ্যে বার্তা দেন। তবুও কমছে না গোষ্ঠীদ্বন্দ্ব।এরইমধ্যে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের।

Mamata Banerjee

Mamata Banerjee: মদন মিত্রের অভিযোগ

কয়েকদিন আগেই তৃণমূলের নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র অভিযোগ করেছিলেন,। দলের মধ্যে এসে কিছু দ্বিতীয় শ্রেণীর নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মাঝে ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে। এবং দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশ্লেষকদের ধারণা মদন মিত্র নাম না করেই তাঁর অভিযোগের মাধ্যমে নিশানা করছেন সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীদের। একই সাথে তিনি তাঁর কথার মধ্যে নিয়ে আসেন ‘ মহাভারত ‘। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ এবং অভিষেক অর্জুন। এরপরেই আরও প্রকট হয়ে ওঠে অন্দরের কোন্দল।

আরও পড়ুন-সকলের প্রিয় Shaktiman ফিরছে ছোট পর্দায় নতুন রূপে, কবে জেনে নিনhttps://thebengalichronicle.com/news-about-shaktiman-returns-mukhesh/

আরও পড়ুন-Uttarakhand Assembly Election 2022: ‘ভোটে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ানি বিধি’- ফেঁসে গেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীhttps://thebengalichronicle.com/uttarakhand-assembly-election-2022-dhami-promises-uniform-civil-code/

Mamata Banerjee: তৃণমূল নেতা কুণাল ঘোষের ফেসবুক পোস্ট

দলের এই অন্তর বিদ্রোহে এবার সবর তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ। তিনি তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, ‘ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের স্পষ্ট মন্তব্য, “তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) সর্বাধিনায়িকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। আমরা সকলে সৈনিক। বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। আমরা মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছি। বাংলার এই মডেল সকলের কাছে আকর্ষণীয় হয়েছে। মানুষকে সঙ্গে নিয়েই দেশে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সরকার গঠনের লড়াই চলছে, চলবে।”

Mamata Banerjee: সাংবাদিক বৈঠক

অন্যদিকে আবার এদিন দুপুরে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল রাজ্য সম্পাদক বলেন, ‘ আমি তুলনানুপাতে ছোট বিষয়গুলি নিয়ে কথা বলতে পারি, তা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে। কিন্তু, পুরভোটেপর মতো বড় বড় বিষয়গুলি নিয়ে কথা বলার কেউ নেই। এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সিরা রয়েছেন, তাঁরা বলবেন।’ কুনাল ঘোষের এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি নাম না করে স্পষ্ট পার্থ বকশি দের দলে তাঁর অবস্থান বুঝিয়ে দিলেন।




Leave a Reply

Back to top button