বাংলায় বিনিয়োগ করছে স্পেনের টেক্সটাইল সংস্থা, বড়দিনের আগেই উৎপাদন শুরু, উচ্ছ্বসিত টুইট মমতার
লগ্নি টানতে স্পেনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিনেই সাফল্য।

লগ্নি টানতে স্পেনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিনেই সাফল্য। লা লিগা কর্তার সঙ্গে বৈঠকের পর মাদ্রিদের বিখ্যাত টেক্সটাইল কোম্পানি ইন্ডিটেক্স গ্রুপের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। বাংলায় তাঁরা বিনিয়োগ করতে চলেছে বলে আশ্বাস মিলেছে। জানা গেছে, ইন্ডিটেক্স গ্রুপ একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলায় ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করবে। বড়দিনের আগেই শুরু হয়ে যাবে উৎপাদন।
এক্স প্ল্যাটফর্মে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘স্পেনের অন্যতম বড় টেক্সটাইল সংস্থা টেম্পে গ্রুপো ইন্ডিটেক্স ( জারা) এ রাজ্যে বিনিয়োগে উৎসাহী। চলতি বছরে বড়দিনের আগেই উৎপাদন শুরু করতে পারে। টেম্পে এবং এর সহযোগী সংস্থাগুলির জন্য খুব ভাল জায়গায় ১০০ একর জমি তুলে দেওয়া হবে। সেই বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গের এই উদ্যোগ বাংলার ভবিষ্যৎ ও উন্নতির পক্ষে সহায়ক হবে’।
২০১৯-এর বেঙ্গল বিজনেস সামিটে ডাউন স্ট্রিম পলিমার অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রি নামে একটি পর্ব রাখা হয়েছিল। টেম্পে গ্রুপো ইন্ডিটেক্স ( জারা)-র সঙ্গে সেই প্রকল্পকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, জারা মূলত ফ্যাশন গ্রুপ। বিশ্ব জুড়ে এদের নামডাক রয়েছে। বাংলায় ১০০ একর জমি পেলে তারা পিইউ কারখানা তৈরি করবে। সরকার সবরকম সহযোগিতা করবে। প্রচুর কর্মসংস্থানও হবে। অন্যদিকে স্পেন সরকারের সঙ্গে বাংলার মুখ্য়সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ও শিল্প ও বাণিজ্য দফতরের মুখ্য়সচিব বন্দনা যাদবের বৈঠক হয়েছে বলে খবর। বাংলার পড়ুয়াদের স্প্যানিশ ভাষা শিক্ষা নিয়ে কথা হয়।
বৃহস্পতিবার লা লিগা কর্তার সঙ্গে মউ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই বৈঠকে মমতার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ও ছিলেন। উপস্থিত ছিলেন তিন প্রধানের কর্তারাও। জানা গেছে, বাংলার ফুটবলের প্রসার ঘটাতে উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে জুড়তে চলেছে লা লিগা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্প্যানিশ লিগের শীর্ষ কর্তা জেভিয়ার তাভেজ। লিখেছেন, ‘সারা ভারতের মধ্যে বাংলাতেই সবচেয়ে বেশি ফুটবল সমর্থক আছেন’।