Minakshi Mukherjee : আদালতের রায়ে অবশেষে জামিন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬-বাম যুব নেতার

ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার হাওড়ার এসপি অফিসে হামলার অভিযোগে ধৃত মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৬ জনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। তবে আজ শুনানিতে অবশেষে আমি জামিন পেল মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জন বাম ছাত্র-যুব( Minakshi Mukherjee )।

Minakshi Mukherjee

আলিয়া বিদ্যালয়ের প্রতিবাদী বাম ছাত্র নেতা আনিস খান’কে খুন করার প্রতিবাদে ও প্রকৃত খুনিকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি সহ হাওড়া গ্রামীন এসপি অফিসে আনিস খানের হত্যার বিচার চাইতে গিয়ে DYFI-এর সর্বভারতীয় যুব নেত্রী তথা রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জন বাম ছাত্র-যুব’কে গ্রেফতার করা হয়। তার প্রতিবাদে প্রতিদিন চলতে থাকে আন্দোলন। উল্লেখ্য আজও অর্থাৎ সোমবার তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে সকালে ডানকুনি পুরানো বাস স্ট্যান্ডে DYFI ও SFI ডানকুনি লোকাল কমিটির যৌথ উদ্যোগে গন স্বাক্ষর অভিযানের আয়োজন করা হয়েছিলো। উক্ত সংগঠনের তরফ থেকে এই স্বাক্ষর পৌঁছে দেওয়া হয়েছিলসুপ্রিম কোর্টে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন SFI হুগলী কমিটির সদস্য তথা DYFI ডানকুনি মৃগালা দুই ইউনিটের সম্পাদক কমরেড সিদ্ধার্থ গুহ। SFI ডানকুনি লোকাল কমিটির সভাপতি কমরেড অহন রায়চৌধুরী সহ আরো অনেক SFI-DYFI কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতৃত্বরা।

 

আরও পড়ুন : ঝাঁঝহীন লঙ্কা, জাদেজার একারই ভোজ্য অযোগ্য শ্রীলঙ্কা




Leave a Reply

Back to top button