সুন্দরবনে মৎস্যচাষীর জালে মাছের বদলে বিশাল আকৃতির ময়াল সাপ, আতঙ্ক ছড়িয়েছে গ্রামে

তবে পাহাড়ী প্রজাতির বিশালাকার পাইথন সাপ সুন্দরবনের বাসিন্দাদের কাছে খুব একটা পরিচিত নয়। জালে সাপ আটকে যাওয়ার দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ওই মৎস্যজীবী। দ্রুত খবর ছড়িয়ে যাওয়ায় গ্রামবাসীরাও আতঙ্কিত হয়ে ওঠেন।

শুভঙ্কর, সুন্দরবন: প্রতিদিনের মতো জাল নিয়ে মাছ ধরতে যান সুন্দরবনের শংকর সামন্ত। জাল ফেলেন অভিজ্ঞ কায়দায়। তবে জাল টেনে তুলতেই চক্ষু ছানাবড়া। জালে আটকেছে এক বিশাল আকারে পাইথন বা ময়াল সাপ। সুন্দরবন মূলত নদীমাতৃক হওয়ায় বিভিন্ন জলজ প্রাণীর সঙ্গে সেখানকার বাসিন্দারা পরিচিত। বাঘের কথা না বললেই হয়। প্রায় শোনা যায় জঙ্গল ছেড়ে লোকালয় ঢুকে পড়েছে, দক্ষিণরাই। এছাড়া তার আক্রমণে অনেকেই মাঝে মধ্যেই প্রাণ হারান। তবে পাহাড়ী প্রজাতির বিশালাকার পাইথন সাপ সুন্দরবনের বাসিন্দাদের কাছে খুব একটা পরিচিত নয়। জালে সাপ আটকে যাওয়ার দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ওই মৎস্যজীবী। দ্রুত খবর ছড়িয়ে যাওয়ায় গ্রামবাসীরাও আতঙ্কিত হয়ে ওঠেন। খবর দেওয়া হয় বনদপ্তরকে, কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন।

জালে আটকে পড়া বিশালাকার ময়াল সাপটির আনুমানিক দৈর্ঘ্য 13 ফুট। মৎস্যচাষী শংকর নিজের ফিশারিতে জাল ফেলেন। সেখান থেকেই উদ্ধার হয় এই সাপটি। জাল তোলার পর আতঙ্কে চিৎকার করে ওঠেন তিনি। তা শুনে আশেপাশের মৎস্যজীবী ও চাষিরা ছুটে আসেন। জালে সাপ আটকে পাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে। আতঙ্কিত হয়ে ওঠেন বাসিন্দারাও। অনেকেই এই সাপটিকে দেখতে ভিড়ও জমান। পরে বন দপ্তরকে খবর দেওয়া হলে তারা এসে সাপটিকে নিয়ে যান। প্রশ্ন উঠতে শুরু করেছে সুন্দরবন অঞ্চলে এই পাহাড়ী প্রজাতির সাপ এল কিভাবে?

Python rescue,Sundarban,tiger

তবে এর আগেও সুন্দরবনে এই প্রজাতির সাপের দেখা মিলেছে। বেশ কিছুদিন আগে সুন্দরবনের ঝড়খালিতে একটি ধানের ক্ষেত থেকে উদ্ধার করা হয় সেই সাপটিকে। চাষীরা চাষের কাজ করার সময় একটা আওয়াজ শুনতে পান। খোঁজাখুঁজির পর তারা দেখেন একটি ময়াল সাপ সেখানে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরকে। কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন। পরে অবশ্য গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এইবার মৎস্যচাষীর জালে যে সাপটি আটকেছে সেটা আগেরটি কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। এইবার জালে আটকে পড়া সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বনদপ্তরের কর্মীরা। জানা যাচ্ছে তার স্বাস্থ্য পরীক্ষা করার পরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।




Leave a Reply

Back to top button