Municipal Election 2022 Result : রাজ্যে সবুজ ঝড়ের মাঝেও দার্জিলিং কাঁপাল ‘হামরো পার্টি’

কোচবিহার, জলপাইগুড়ি উত্তরবঙ্গের সব জায়গাতেই জেগে উঠেছে সবুজ ঝড় ( Municipal Election 2022 Result)। আর তার মাঝেই দার্জিলিং থেকে উঠে আসল এক আলাদা চিত্র। ‘হামরো পার্টি’ নামক এক নতুন দল যেন দখল করেছে দার্জিলিং পৌরসভা। আশ্চর্যের বিষয় দার্জিলিং পৌরসভার ( Municipal Election 2022 Result) বিদায়ী বোর্ড বিজেপি দলের ছিল। কিন্তু কেন্দ্রের শাসক দল একটিও আসন পায়নি।
গত পুরসভা ভোটে দার্জিলিংয়ে প্রশাসন গঠন করেছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় দার্জিলিং সফরে গিয়ে বলেছিলেন, একবার তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিতে। কিন্তু বিধানসভায় রাজ্যজুড়ে সবুজ ঝড় থাকলেও, পুরোভোটের চিত্রটি একেবারে আলাদা। জিতে আসল ‘হামরো পার্টি’। সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে জিতে পৌরসভায় পৌর বোর্ড গঠন করতে চলেছেন ‘হামরো পার্টি’। কিন্তু প্রশ্ন হল, শাসক দলের মদত ছাড় আকি এই জয় সম্ভব ছিল। রাজনৈতিক বিশেষঞ্জরা অবশ্য বলছেন, দার্জিলিংয়ে রাজ্যের বিরোধী দল্কে রুখতেই শাসক দল এই নব নির্মিত পার্টিকে প্রছন্ন মদত জুগিয়েছেন।
আরও পড়ুন- বিরোধী শূন্য পুর জয় অগণতান্ত্রিক! যুদ্ধের ময়দানে জয়ের বোমা ফাটাল নির্দলরা
রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের গণনা (Municipal Election 2022 Result) চলছে। ১০৮ পুরসভার গণনা করা হচ্ছে মোট ১০৭টি জায়গায়। প্রায় ৮০টি পৌরসভা দখল করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সকাল থেকে একের পর এক ওয়ার্ডে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় জিতছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (Municipal Election 2022 Result)। গণনাকেন্দ্রগুলিতে নির্বাচন কমিশনের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তাও বিজয় উল্লাসে মেতে উঠেছেন শাসক দলের কর্মী-সমর্থকেরা। কিন্তু দার্জিলিং এর এই চিত্র মত প্রকাশ করে যে আসলে নতুন একটি পার্টি কিভাবে এইরুপ ভাল; করতে পারে। রাজনৈতিক বিশেষঞ্জদের মতে, শাসক দলের প্রছন্ন মদতেই এই ফলাফল সফ্ল হয়েছে ‘হামড়ো পার্টি’।