Municipal Election 2022 Result : রাজ্যে সবুজ ঝড়ে উড়ে গেল পুলিশের ব্যারিকেট

রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের গণনা (Municipal Election 2022 Result) চলছে। ১০৮ পুরসভার গণনা করা হচ্ছে মোট ১০৭টি জায়গায়। প্রায় ৮০টি পৌরসভা দখল করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সকাল থেকে একের পর এক ওয়ার্ডে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় জিতছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (Municipal Election 2022 Result)। গণনাকেন্দ্রগুলিতে নির্বাচন কমিশনের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তাও বিজয় উল্লাসে মেতে উঠেছেন শাসক দলের কর্মী-সমর্থকেরা।
রাজ্য প্রশাসনের নেওয়া ব্যবস্থা অনুসারে (Municipal Election 2022 Result), গণনাকেন্দ্রের বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ থেকে শুরু করে কমব্যাট ফোর্স। দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে নিজের সঙ্গে শুধুমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই রাখা যাবে না। সংবাদ মাধ্যমের জন্যও আলাদা ব্যবস্থা থাকছে এই দ্বিতীয় বলয়েই। তৃতীয় বলয়ের একপাশে স্ট্রং রুম। এখানে রয়েছে সব ইভিএম। অন্যদিকে তৈরি হয়েছে মূল গণনা কেন্দ্র। এই বলয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের সশস্ত্র পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।
কিন্তু এই ব্যবস্থা সত্বেও উত্তর ২৪ পরগনায় ভেঙে গেল পুলিশের ব্যারিকেট। গননা কেন্দ্রের সামনেই ভেঙে দেওয়া হয় ব্যারিকেট। বিজয় উল্লাসে ফেটে পরেছেন শাসক দলের কর্মী-সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার গননা কেন্দ্র গুরুনাঙ্ক সেন্ট্রাল কলেজে।
ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে এই কেন্দ্রগুলিতে। প্রত্যেকটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও করোনা নিরাপত্তার বিষয়ে কোনওরকম খামতি থাকছে না গণনা কেন্দ্রের ভিতরে। কিন্তু তাও শাসক দলের কর্মী সমর্থকদের এই উল্লাসের চিত্র সাধারণ মানুষ এবং এলাকাবাসী ভালো ভাবে নিচ্ছেন না বলেই জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- “ওটা যেনো একটা নরক”- ইউক্রেন থেকে ফিরে প্রতিক্রিয়া ভারতীয় ছাত্রের
আরও পড়ুন- মরণোত্তর দেহদানের অঙ্গীকার, বিবাহবার্ষিকীতে নজির গড়লেন বীরভূম দম্পতি