পুর যুদ্ধ নাকি বিশ্বযুদ্ধ, কোথাও ঝরল রক্ত, কোথাও দেদার ছপ্পা, দিনভর কাঠগড়ায় শাসকদল

অবশেষে মিটল রাজ্যের ১০৮টি পুরসভার ( Municipal Election 2022 ) পুরযুদ্ধ। সত্যি যুদ্ধই বটে! একদিকে রাশিয়া আক্রমণে জেরবার ইউক্রেন। অন্যদিকে, বঙ্গে শাসকের আক্রমণে বিরোধী, আসলে এমনটাই অভিযোগ উঠেছে গোটা দিন ধরে। সকাল ৭টা থেকেই শুরু হয়ে যায় ভোটগ্রহণ পর্ব। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে রাজ্যে যেন শুরু হয়ে যায় উতপ্ত পরিস্থিতি। একে বছরের প্রায় ৩৬৫ দিনই বঙ্গের রাজনীতিতে আগুন জ্বলে আর নির্বাচন এলে এই আগুন যেন পরিণত হয়ে যায় দাবানলে।

এদিনও এই দাবানলের দাপটে পুড়ে ছাই-খাই হয়েছে অনেকেই। ভোট ( Municipal Election 2022 ) শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে রাজপুর সোনারপুর পুরসভার ১৭নং ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে ওঠে সন্ত্রাসের অভিযোগ। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বহরমপুর পুরসভার ৭নং ওয়ার্ডে কংগ্রেসের পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া নিয়ে শুরু হয় বচসা। আবার, কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে উত্তর বাসুদেবপুর এলাকায় ভোটদান কেন্দ্রের সামনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল রায়কে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক বিক্ষোভ।প্রার্থীর সঙ্গে প্রবল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এলাকার মানুষজন।

উল্লেখ্য, রাজ্য জুড়ে নির্বাচনী দামামার মাঝেই চরমে ওঠে ( Municipal Election 2022 ) মেদিনীপুরের পরিস্থিতি। আগুনে জ্বালিয়ে দেওয়া হয় ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর টেন্ট। আবার, উত্তর দমদম জুড়ে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। বাম-তৃণমূল বচসা ছবি তুলতে গিয়ে শাসক দলের কর্মীদের হাতে আহত হন বাংলার এক চিত্র সাংবাদিক। রীতিমতো মারমুখী হয়ে পড়ে তৃণমূলের কর্মীরা। বাহ গণতন্ত্র! এদিকে, দুবরাজপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে রঞ্জন বাজার হিন্দি প্রাইমারি স্কুলে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এদিন বিজেপির পোলিং এজেন্ট চন্দ্রশেখর গুপ্তার অভিযোগ, তাঁরই কাকার ভোট এক তৃণমূল কর্মী ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিল। সেই ঘটনারই প্রতিবাদ করাতে তাঁকে বুথের বাইরে এনে বেধড়ক মারধর করেন তৃণমূল কর্মীরা। মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনা পর পোলিং এজেন্ট ভয়ে আর বুথে ঢুকতে পারেনি।

Municipal Poll 2022বেলা বাড়ার সাথে সাথেই চরমে ওঠে পরিস্থিতি। সোনামুখী পৌরসভার ( Municipal Election 2022 ) এগারো নম্বর ওয়ার্ডের তেমাথা কালীতলা এলাকায় চলল গুলি। তীব্র আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে দুষ্কৃতীদের গুলিতে একজন স্থানীয় বাসিন্দা মারত্মক ভাবে জখম হয়েছেন। গোটা ভীত এলাকাবাসীরা। আবার এদিন উত্তর দমদমের পাশাপাশি দক্ষিণ দমদমে দেখা যায় উত্তেজনা। ওই পুরসভার ৬ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী তানিয়া ঘোষকে মারধরের অভিযোগ ওঠে। পাশাপাশি তার এজেন্ট সায়ন সেনগুপ্তকে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয় বলে উঠছে অভিযোগ। গোটা ঘটনায় আঙুল উঠছে তৃণমূলের দিকেই।

আরও পড়ুন …তুমি যুদ্ধ বোঝ কিন্তু প্রেম বোঝ না! রণাঙ্গনেও ফুটছে রক্তরাঙা ভালোবাসার গোলাপ

ভোট পর্বে রাজ্য জুড়ে ভীষণ অশান্তির জেরেই ( Municipal Election 2022 ) বিক্ষোভের পথে হাঁটে বিরোধীরা। এদিন নির্বাচন কমিশনের সামনেই বিক্ষোভ অবস্থান করে কংগ্রেস। আবার মালদার ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে ১৮৩ নম্বর বুথে ছাপ্পা ভোট। বৃদ্ধার হয়ে ভোট দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।

 




Leave a Reply

Back to top button