Municipal Poll 2022 : ফের ভাঙন দলে, পুরভোটের ফলাফল বেরোতেই দল ত্যাগ শতাধিক বিজেপি নেতা

বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পৌরসভার ১১,১২,১৩,১৪,১৫, শতাধিক বিজেপি নেতা-কর্মী-সমর্থক এ দিন তৃণমূলে ( Municipal Poll 2022 ) যোগদান করেন। এই ৫টি ওয়ার্ডের বিজেপির সভাপতি দীনেশ মন্ডল নেতৃত্বে সোমবার নেতা কর্মী-সমর্থকদের নিয়ে বাদুড়িয়া পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ( Municipal Poll 2022 ) প্রসূন চ্যাটার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
তারপর তৃণমূল কংগ্রেস পরিবার একাধিক সদস্যরা ফুল ও উত্তরীয় দিয়ে তাকে দলে সসম্মানে গ্রহণ করেন। এরপর তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তার হাতে তুলে দেন প্রসূন চ্যাটার্জী, সাংবাদিকদের মুখোমুখি প্রসূন চ্যাটার্জি তিনি বলেন। আজ দীনেশ মন্ডল শতাধিক বিজেপি কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এতে ( Municipal Poll 2022 ) তৃণমূল কংগ্রেস ১৩, নম্বর ওয়ার্ডের আরও ভালো ফল করবে। বিজেপি ছেড়ে তৃণমূলে আশা দীনেশ মন্ডল বলেন, বিজেপি থেকে কোন কাজ করতে পারছিলাম না। আমাদের কোন সংগঠন নেই, মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শামিল হতে তাই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।
আরও পড়ুন…..Indian Politicians : এখনও কাটেনি রহস্যের মেঘ! অস্বাভাবিক ভাবে মারা গিয়েছিলেন ভারতের এই রাজনৈতিক নেতারা
আরও পড়ুন…..Municipal Poll 2022 : মিটছে না অন্তর্দ্বন্দ্ব, ঘাসফুল ছেড়ে তাই নির্দলীয় প্রচার