“বিরোধীদের কণ্ঠ রোধ করতে চায় তৃণমূল”- পুরভোটের মাঝেই বিস্ফোরক বিজেপি প্রার্থী

চন্দননগর, আসানসোল পেরিয়ে এবার রাজ্যের বাকি এলাকায় পুরভোটের ( Municipal Poll 2022 ) পালা। আর সেই উপলক্ষেই আগামী ২৭ ফেব্রুয়ারিকে পাখির চোখ করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। রাজ্যের নানা জেলায় চলছে প্রচার। এই প্রচারের মাঝেই ( Municipal Poll 2022 ) বাঁকুড়ায় দেখা গেল ফের তৃণমূল-বিজেপির বচসা।

তৃণমূলের পতাকা ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া জেলায়। বুধবার রাতে বাঁকুড়া পুরসভার ১১ নং ওয়ার্ডের কবরডাঙ্গার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তাপ। ওই এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ও পতাকাগুলি রাতের অন্ধকারে ছিড়ে ফেলে কেউ বা কারা। অভিযোগ, ( Municipal Poll 2022 ) তৃণমূলের পতাকা ও পোস্টারগুলি ছিঁড়ে সেগুলি ড্রেনে ফেলে দেওয়া হয়। যার জেরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বাঁকুড়ার রাজনৈতিক উত্তাপ।

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে জেলায়। স্থানীয় কর্মী-সমর্থকদের কাছে খবর পেয়ে ঘটনা পরিদর্শনে এসেছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অলকা সেন মজুমদার। তৃণমূল প্রার্থীর অভিযোগ, “বিরোধী রাজনৈতিক দল পতাকা ও ফেস্টুন ছিড়ে এই প্রকার নোংরা রাজনীতি করা হচ্ছে। তৃণমূলকে ভয় পেয়েই এই ( Municipal Poll 2022 ) রাজনীতির পথে এগোচ্ছে বিরোধী দলগুলি।” পাশাপাশি, তৃণমূল প্রার্থীর সমস্ত অভিযোগকে একেবারে নস্যাৎ করে দিয়ে বিজেপির দাবি, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।

এদিন ওই ওয়ার্ডের তৃণমূল নেত্রী সংবাদমাধ্যমকে জানান, “আমরা এই কিছুক্ষণ আগে অফিস বন্ধ করে গেছি। তারপর হটাৎই খবর পাই এলাকায় তৃণমূলের লাগানো পতাকা, ফেস্টুন সমস্ত ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। এই থেকে বোঝাই যায়, বিরোধীরা ( Municipal Poll 2022 ) তৃণমূলকে ভয় পায়। তাই তারা এই প্রকার নোংরা রাজনৈতিক পন্থাকে বেছে নিয়েছে। কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি তারা এই প্রকার নোংরা রাজনীতি পছন্দ করি না।”

আরও পড়ুন….Petrol Diesel Price : ৫ রাজ্যে বাজছে নির্বাচনী দামামা, ভোট পর্ব মিটতেই কি বাড়তে চলেছে পেট্রো পন্যের দাম

তিনি আরও জানান, “মানুষ হচ্ছে বিচারক। তাই এই সবের উত্তর মানুষ দেবে। পতাকা বা ফেস্টুন ছিঁড়ে কোনও ইস্যু করা যায় না। মানুষ বিচারক মানুষই এই সব কিছুর বিচার করবে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”

পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পার্থ সারথি কুন্ডু জানান, “এদের পায়ের তলায় মাটি নেই। তাই এরা বিরোধীদের ভয় পাচ্ছে। এছাড়াও, নিজের দলের মধ্যে চলা গোষ্ঠীদ্বন্দ্বকে মানুষের কাছ থেকে আড়াল করতে, ওরা বিরোধীদের ( Municipal Poll 2022 ) দিকে তির ছুঁড়ছে। আসলে বিরোধীদের কণ্ঠ রোধ করতেই এই প্রকার পন্থাকে বেছে নিচ্ছে তারা।”

 




Leave a Reply

Back to top button