রাজ্য কমিশনের তরফে জানানো হল পুরভোট গণনার দিনক্ষণ, সাথে জেনে নিন ১০৮টি পুরভোট জেলা

রাজ্যজুড়ে ঘোষণা করা হলো ভোট গণনার দিনক্ষণ। ২৭ শে ফেব্রুয়ারি ভোট হবে রাজ্যের বাকি ১০৮ পুরসভায়। এবং সেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে মার্চ মাসের ২ তারিখ। এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন( Municipal polls 2022 )। কলকাতার ক্ষেত্রে গত বছর ১৯ ডিসেম্বর পুরভোট হলেও, বাকি চার পুরসভায় ভোট গ্রহণ হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। ভোট পিছিয়ে দেওয়ার মুখ্য কারণ ছিল করোনার বাড়বাড়ন্ত । চার পুরসভায় ভোট গণনা করা হয় ১৪ তারিখ। প্রত্যেকটিতে তৃণমূল বিপুলভাবে জয় হয়। রাজ্যের পাঁচ পুরসভার ভোট গ্রহণ হলেও বাকি পুরসভার ভোট নিয়ে একটা ধোঁয়াশা ছিলই। রাজ্য কমিশন বুধবার ধোঁয়াশা মিটিয়ে জানালেন ভোট গণনার তারিখ।

Municipal polls 2022

১০৮ পুরসভায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি কোথায় কোথায় ভোট হবে সেদিন জেনে নিন এক নজরে ( Municipal polls 2022 )

জেলা: উত্তর ২৪ পরগনা (২৫)

পুরসভা: কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গাড়ুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, কামারহাটি, বরানগর, উত্তর দমদম, বনগাঁ, গোবরডাঙা, বারাসাত, বসিরহাট, বাদুড়িয়া, টাকি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দক্ষিণ দমদম (২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না), দমদম, অশোকনগর-কল্যাণগড়, পানিহাটি, হাবড়া

জেলা: হাওড়া (১)

পুরসভা: উলুবেড়িয়া

জেলা: হুগলি (১২)

পুরসভা: হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি-শেওড়াফুলি, শ্রীরামপুর, চাঁপদানি, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনি

জেলা: দার্জিলিং (১)

পুরসভা: দার্জিলিং

জেলা: কোচবিহার (৬)

পুরসভা: কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি

জেলা: আলিপুরদুয়ার (২)

পুরসভা: আলিপুরদুয়ার, ফালাকাটা

জেলা: জলপাইগুড়ি (৩)

পুরসভা: মাল, জলপাইগুড়ি, ময়নাগুড়ি

জেলা: উত্তর দিনাজপুর (৩)

পুরসভা: কালিয়াগঞ্জ, ইসলামপুর, ডালখোলা

জেলা: দক্ষিণ দিনাজপুর (২)

পুরসভা: বালুরঘাট, গঙ্গারামপুর

জেলা: মালদা (২)

পুরসভা: ইংরেজবাজার, ওল্ড মালদা

জেলা: মুর্শিদাবাদ (৭)

পুরসভা: মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা, বহরমপুর

জেলা: নদিয়া (১০)

পুরসভা: নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যাণী, গয়েশপুর, তাহেরপুর নোটিফায়েড এরিয়া, হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর

জেলা: দক্ষিণ ২৪ পরগনা (৬)

পুরসভা: বজবজ, বারুইপুর, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুর, মহেশতলা, ডায়মন্ডহারবার

জেলা: পূর্ব মেদিনীপুর (৩)

পুরসভা: তমলুক, কাঁথি, এগরা

জেলা: পশ্চিম মেদিনীপুর (৭)

পুরসভা: চন্দ্রকোণা, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর

জেলা: ঝাড়গ্রাম (১)

পুরসভা: ঝাড়গ্রাম

জেলা: পুরুলিয়া (৩)

পুরসভা: পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর

জেলা: বাঁকুড়া (৩)

পুরসভা: বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী

জেলা: পূর্ব বর্ধমান (৬)

পুরসভা: কালনা, কাটোয়া, দাঁইহাট, মেমারি, গুসকরা, বর্ধমান

জেলা: বীরভূম (৫)

পুরসভা: সিউড়ি, রামপুরহাট, বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর

আরও পড়ুন :পাখির চোখ পুর নির্বাচন, প্রচার করতে ব্যবহার রেড ভলেন্টিয়ারের পোশাক




Leave a Reply

Back to top button