পুর দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে শুরু ইডি অভিযান! ভোর হতেই খাদ্যমন্ত্রীর দুয়ারে তদন্তকারীরা
ভোর থাকতেই তল্লাশি শুরু! খাদ্যমন্ত্রীর বাড়ি হানা দিল ইডি।

পূর্বাশা, হুগলি: নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার পশ্চিমবঙ্গ। তদন্তের দায়ভার সামলাচ্ছেন ইডি আধিকারিকরা। পুর নিয়োগে দুর্নীতির পর্দা ফাঁস হতেই এবার নড়েচড়ে বসলেন তদন্তকারীরা। বারো দলে ভাগ হয়ে রাজ্য জুড়ে চলছে তল্লাশি। মোট বারোটি টিমে আশি জন ইডি আধিকারিক চিরুনি তল্লাশি চালাচ্ছে রাজ্যে। পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম সন্দেহভাজন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ অন্যতম। এদিন ভোরে রথীন ঘোষের বাড়ি হানা দিলেন ইডি আধিকারিকরা।
এদিন ভোর ছটা থেকে খাদ্যমন্ত্রীর মাইকেল নগরের
বাড়াতে পুরোদমে তল্লাশি চালান তদন্তকারীরা। সূত্রের খবর, ভোর হতেই আচমকা মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা। বাড়ির ভিতরে প্রবেশ করে চারিদিক খতিয়ে দেখতে থাকেন ইডি আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি। খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও টিটাগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরির বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।
প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় উল্লেখযোগ্য নাম রথীন ঘোষ। এই সংক্রান্ত নথি এর আগেই মধ্যমগ্রাম পুরসভার কাছে পাঠায় ইডি। আর এবার তদন্তে গতি আনতে ম্যারাথন তল্লাশি শুরু করলেন তদন্তকারীরা। একাধিক দলে ভাগ হয়ে রাজ্য জুড়ে চলল ইডি অভিযান।