বিয়ের পরই ঘোর বিপত্তি! মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যমৃত্যু নববধূর

সবে মাত্র বিয়ে হয়েছে। এখন আনন্দেই দিন কাটানোর সময়। কিন্তু বিয়ের ( Newly married ) পরও যেন নেই শান্তি। মধুচন্দ্রিমায় ঘুরতে গিয়েই ঘোর বিপদের মুখে নবদম্পতি। মৃত্যু হল নববধূর। আর এই রহস্যমৃত্যুকে ঘিরে পড়ে গেছে শোরগোল। উল্লেখ্য, গত ২০শে ফেব্রুয়ারি আগরপাড়ার নর্থ স্টেশন রোডের বাসিন্দা জয়িতা দাসের সঙ্গে পাইকপাড়ার বাসিন্দা রাহুল পোদ্দারের বিয়ে হয়। এরপরই গত ৪ঠা মার্চ তাঁরা হিমাচল প্রদেশে ( Newly married ) মধুচন্দ্রিমায় যান। কিন্তু সেখান থেকেই উত্থান হয় বিপদের। গতকাল বিকালে জয়িতা দাসের পরিবারের কাছে খবর আসে, মধুচন্দ্রিমায় গিয়ে ছাদ থেকে পড়ে  গুরুত্বর জখম হয়েছে। তারপর মেয়েটির পরিবার তরফে সেই জায়গার স্থানীয় থানায় ফোন করেন এবং জানতে পারেন মৃত্যু হয়েছে তাঁদের কন্যার।

গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে। মধুচন্দ্রিমা ঘুরতে গিয়ে গতকাল কিন্নরে যান তাঁরা। সেখান থেকে যত সমস্যার উৎপত্তি বলে জানাচ্ছে পুলিশ। নববধূর মৃত্যুকে নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সন্দেহের তির বিঁধছে নববধূর স্বামীর দিকে। এদিন মৃত্যুর খবর জানাজানি হতেই নববধূর পরিবার রওনা দেন হিমাচল প্রদেশের দিকে।

নববধূর স্বামী সূত্রে জানা গিয়েছে, সেদিন দুপুর আড়াইটে নাগাদ ট্যাক্সি করে ঘুরতে বেরিয়েছিল তাঁরা। ট্যাক্সি তাঁদেরকে সুইসাইড পয়েন্টে ঘোরার জন্য নামিয়ে অপেক্ষা করতে থাকে। তৎকালীন সময়ে সেখানে নাকি কোনও পর্যটকও ছিল না। নবদম্পতির ফিরতে দেরি হচ্ছে দেখে যথারীতি তাদের দু’জনকে ফোন করেন গাড়ির চালক। ফোন করা মাত্রই নববধূর স্বামী স্ত্রী-র খাদ থেকে  পড়ে যাওয়ার কথা জানেন তাকে। তৎক্ষণাৎই তৎপরতার সঙ্গে ডাকা হয় স্থানীয় মানুষজনদের ও পাশাপাশি খবর দেওয়া হয় থানায়। স্থানীয় ও পুলিশদের সহযোগিতায় উদ্ধার করা হয় নববধূর দেহ। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি কোনওভাবেই। পুলিশ সূত্রে খবর, ৫০০ থেকে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যান নববধূ। বেঁচে থাকার সম্ভবনা একেবারেই ছিল না। দেহ উদ্ধার করতে সন্ধ্যা হয়ে যায়। ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে নববধূর দেহ।

আরও পড়ুন….Kerala High Court: রক্ষকই ভক্ষক! বাবার লালসার শিকার একরত্তি মেয়ে, গর্ভপাতের অনুমতি কেরালা হাইকোর্টের

মেয়ের মৃত্যু শোকে ভেঙে পড়েছে পরিবার। এদিকে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তাঁর স্বামী। নববধূর মৃত্যুকে ঘিরে বেঁধেছে রহস্যের দানা। জিজ্ঞাসাবাদে স্বামীর দাবি, সুইসাইড পয়েন্ট থেকে সেলফি তুলতে গিয়ে খাদ থেকে পা পিষলে পড়ে যান নববধূ।




Leave a Reply

Back to top button