কেউ বই খুলে, কেউ অন্যের খাতা টেনে! পরীক্ষার নামে সর্বসম্মুখে চলছে পড়ুয়াদের গণ টোকাটুকি

মন্টি শীল, কলকাতা : শিক্ষা হল দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুনাগরিক তৈরির কারিগর। ছাত্র জীবনে শিক্ষাই হল মূল মন্ত্র। সমাজের একজন স্বীকৃতি ব্যক্তি হিসেবে নিজের পরিচিত গড়ে তুলতে হলে এই শিক্ষাই হল একমাত্র পন্থা। যার অন্যতম রূপকার হল শিক্ষক-শিক্ষিকা মহল। কিন্তু সম্প্রতি যে ঘটনা প্রকাশ্যে এল তা দেখার পর রীতিমতো কলুষিত হল এই শিক্ষা তথা সমগ্র শিক্ষিত সমাজ। এমনকি মুখ পুড়ল সমগ্র শিক্ষক এবং ছাত্র সমাজের। যার সাক্ষী থাকল সমগ্র পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমগ্র উত্তরবঙ্গ জেলা।

এক বেনজির ঘটনায় জর্জরিত হল উত্তরবঙ্গের শহর জলপাইগুড়ি। সেখানকার স্থানীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University) অধীনস্থ জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজের ( Ananda Chandra College ) ঘটনা। সেই কলেজে পাঠরত পড়ুয়ারা কলেজের অফিস চত্ত্বরে বসেই গন টোকাটুকি করলেন। জানা গিয়েছে, ওই কলেজে সেদিন দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলছিল। আর সেই পরীক্ষা চলাকালীন এই দৃশ্য সকলের সামনে উঠে এসেছে। এমন বেনজির ঘটনা দেখার পর স্বাভাবিক ভাবেই এক বৃহৎ প্রশ্ন চিহ্নর মুখে পড়তে হয়েছে গোটা শিক্ষা সমাজকে। তবে এই ঘটনাটি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির নজরে আনা হলেও তিনি তা এড়িয়ে যান।

23c42

কলেজের প্রিন্সিপালের দাবি, অনলাইন পরীক্ষার সময় তাদের কোনও নজরদারি থাকে না।। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে ওই শিক্ষা কেন্দ্রে কর্মরত শিক্ষা কর্মীদের ভুমিকা নিয়ে। তবে জানা গিয়েছে, এই আনন্দচন্দ্র কমার্স কলেজের ( Ananda Chandra College ) এর ঠিক বিপরীত প্রান্তেই রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তর। সমালোচকদের মতে এমন একটি জায়গায় দাঁড়িয়ে কিভাবে এমন বেনজির ঘটনা ঘটাতে সমর্থ হলেন পড়ুয়ারা। আর পুড়ুয়াদের এই কাজে কিভাবে মদত প্রসন করলেন শিক্ষকরা।

তবে এই বেনজির ঘটনাটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আসতে শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে। অনেকে কটূক্তির সুরে বলেছেন, ‘এই ভাবে পরীক্ষা দেওয়ার কোনও মানেই হয়। এই ঘটনা শিক্ষা সমাজের কাছে লজ্জা জনক।’ আবার অনেকে মজার ছলে কাঠগড়ায় তুলেছেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে। অনেকেই আবার রাজ্যের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সূত্র অনুসারে জানা গিয়েছে, খুব শীঘ্রই এই বেনজির ঘটনার পরিপ্রেক্ষিতে গুরুতর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর।




Leave a Reply

Back to top button