নজিরবিহীন পদক্ষেপ রেল চালকের! জোড়া হাতি দেখেই কষলেন ব্রেক, তারপর…

অসীম দক্ষতায় জোড়া হাতির প্রাণ বাঁচালেন ট্রেন চালক

পূর্বাশা, হুগলি: ট্রেনের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যুর খবর প্রায়শই নজরে আসে। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলা রেললাইন আর সেই লাইন পার করতে
গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় বন্য প্রাণীরা। তবে সম্প্রতি একটি ঘটনা তাক লাগিয়ে দিল জনসাধারণের। যেখানে রেল চালকের অসীম দক্ষতা ও তাৎক্ষণিক বুদ্ধি প্রশংসিত হচ্ছে জনমহলে।

Bengal,North Bengal,Forest,Elephant,Railway

ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, ঘটনাটি ডুয়ার্স রেলপথের বাগ্রাকোট ও সেবক স্টেশনের মাঝের।
শুক্রবার বিকেলে মংপং-এর জঙ্গল চেরা ওই পথে
তীব্র গতিতে ছুটে আসছিল ডাউন আলিপুরদুয়ার জংশন-দিল্লি মহানন্দা এক্সপ্রেস। সংশ্লিষ্ট এলাকা দিয়ে আসার সময় ট্রেনের লোকো পাইলট রেল লাইনের দুই ধারে দুটি হাতি দেখতে পান। আর তখনই তাৎক্ষণিক বুদ্ধিতে জরুরিকালীন ব্রেক কষেন চালক।

Bengal,North Bengal,Forest,Elephant,Railway

ট্রেনটি শিলিগুড়ি জংশনের দিকে যাচ্ছিল। যাত্রা পথে হাতিদুটির প্রাণ বাঁচানোর জন্য বেশ কিছুক্ষণ
থমকে থাকে ট্রেনটি। একটি হাতি লাইন টপকে অন্য পাশের জঙ্গলে যাওয়ার পর যাত্রা শুরু করে ট্রেনটি। ট্রেন চালকের এহেন দক্ষতার প্রশংসা করেছেন বন দফতরের আধিকারিকরা।




Leave a Reply

Back to top button