৫-৮ নয় , বরং ২০ ফুটের লক্ষ্মী প্রতিমা

কখনো ভেবেছেন বিশালাকার লক্ষ্মী প্রতিমা দর্শনের সুযোগ পাবেন। হ্যাঁ এমনই এক প্রতিমা যার উচ্চতা ২০ ফুট । দেখে আসুন কোথায় হয়েছে এমন প্রতিমা।

বীরভূম : আজ কোজাগরী লক্ষ্মী পূজা। ঘরে ঘরেই বহু মানুষের বাড়িতেই আজকের দিনে এই পুজোর হয়ে থাকে । সাথে এই পুজো অনেক দুর্গাপুজোর ম দপে বিয়য়ার পর এই এলাকাতেই হতে দেখা যায় । কিংবা অনেক জায়গায় বারোয়ারী পুজোও হতে দেখা যায়।

কিন্তু কখনো কি শুনেছেন , ২২ ফুটেরও লক্ষ্মী প্রতিমার দেখা মিলতে পারে? হ্যা এমনটাই দেখা গেছে, গত বছর বীরভূমের বীরভূমের পুরন্দরপুর এলাকার আদিরে পাড়ায়। তবে বলতেই হয় এলনও পর্যন্ত কোনো জায়গা তেই এত উচ্চতা যুক্ত লক্ষ্মী প্রতিমা চোখ কোনদিন তৈরি করতে পারেনি। এই প্রতিমা দর্শনের জন্যই অনেক দুর থেকে ভিড় জমেছিল ওই এলাকায়।

সেই একই ভাবে আবারো গড়ে উঠলো ৫ ফুটের লক্ষ্মীর ভাণ্ডারের উপর ২০ ফুটের লক্ষ্মী প্রতিমা গড়ে তোলা হয়েছে। সেটিও গড়ে উঠেছে পুরন্দরপুরের আদিরে পাড়াতেই।কোজাগরি লক্ষ্মীপুজো২০২৩,বীরভূম,২০ ফুট লক্ষ্মী প্রতিমাবীরভূমের এই পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকেই তাঁরা এই অনুপ্রেরণা পেয়েছে। উদ্যোক্তাদের দাবি, এই প্রকল্প চালু হওয়ার আগে তাঁদের বাড়ির মহিলারা কোন‌ও টাকা পেতেন না। কিন্তু এখন তাঁরা ৫০০ টাকা বা ১০০০ টাকা করে পান। এই জন্যই তাঁরা এই নতুন ধরনের থিম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

জানা গেছে, এই পুজোর তাদের পাড়াতে গত ৩৬ বছর যাবত চলে আসছে। প্রতিবছরই অনেক বড় করেই পুজোটি হয়ে থাকে।গত বছর থেকেই বড় মূর্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সাত দিন ধরে পুজো করা হয়ে আসছে। যদিও পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছর তাঁরা সাত দিনের পরিবর্তে পাঁচ দিন প্রতিমা রাখবেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দেখার জন্য। প্রতিমা তৈরি করাতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।প্রতিমা তৈরি করছেন পারুইয়ের প্রতিমা শিল্পী অনিল বাগদী।




Leave a Reply

Back to top button