“কাকভোরে আনিসের মৃত দেহ চুরি করতে এসেছিল পুলিশ” বিস্ফোরক মৃত আনিসের বাবা সালেম খান

রাজ্যে পুরভোটের মাঝেই ফুটে উঠেছে আনিস ইস্যু। রবিবার ১০৮টি পুরসভায় পুরনির্বাচন। আর তার আগেই আনিস কান্ডে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন আনিসের ( Anis Khan ) বাবা সালেম খান। হাইকোর্ট তরফে সোমবার আনিসের দেহ তোলার অনুমতি দেওয়া হলেও শনিবার ভোর রাতে সিট সদস্যদের দেহ তুলতে আসা নিয়ে বিক্ষোভ প্রকাশ করলেন আনিসের বাবা এবং দাদা। আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই এসেচ্ছিল বলে তাঁদের অভিযোগ। এই প্রসঙ্গে মৃত আনিসের বাবা সালেম খান বলেন, “আমি আদালতের রায়কে অমান্য করিনি। আদালতের রায় অনুযায়ী দেহ তোলা হবে। সিটের সদস্যদের জানিয়েছিলাম, “আমি শারীরিকভাবে অসুস্থ এবং হাসপাতালেও ভর্তি হতে পারি। এই পরিস্থিতিতে কয়েকদিন সময় চাইছি।” তাহলে স্পষ্ট নির্দেশ শর্তেও এদিন ভোর রাতে পুলিশ কেন দেহ তুলতে এল এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “আমি লিখিতভাবে জানিয়েছিলাম দেহ আমি নিজের হাতে তোলাব। এরপরও সিট ভোর রাতে দেহ তুলতে চলে এল। এই ঘটনা দেহ চুরি ছাড়া আরও কীই বা বলব? এবার কীভাবেই বা আমি তাঁদের উপর বিশ্বাস রাখব?”
প্রসঙ্গত, প্রবল বিক্ষোভের জেরে খালি হাতেই এদিন ফিরতে হয় পুলিশকে। শনিবার ভোর রাতে দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য আনিসের দেহ আনতে তাঁর গ্রামে গিয়েছিল পুলিশ। নিয়ম অনুযায়ী, দেহ তোলার সময় সেখানে আনিসের ( Anis Khan ) বাবা কিংবা দাদার উপস্থিত থাকার কথা ছিল।সেখানে ছিলেন স্থানীয় বিডিও এবং বিএমওএইচ। কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য এসএসকেএম-এ নিয়ে যাওয়ার প্রক্রিয়া তখনও শুরু হয়নি। মাইকিং করে জানানো হয়, আনিসের দেহ তোলা হবে। ঠিক এরপরই সেখানে বিক্ষোভের ডাক দেয় সকল গ্রামবাসী। আনিসের আত্মীয়স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা জমায়েত করে অভিযোগ করেন, আনিসের বাবা সোমবার মৃতদেহ নিয়ে যাবেন বলেছেন। তাহলে তারপরও পুলিশ কেন কাকভোরে দেহ তুলতে এল? সিট-এর প্রতিনিধিরাই বা কোথায়, আর কার নির্দেশেই এই ( Anis Khan ) দেহ তুলতে আসা পুলিশের? প্রশ্ন তোলেন গ্রামবাসী। রীতিমতো বিক্ষোভে শুরু করেন সেখানে উপস্থিত সকলে। ঘেরাও করা হয় বিডিওকে। তারপর বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেও কোনও সুরাহা বের করতে পারেনি সরকারি আধিকারিকরা। অবশেষে, ফাঁকা হাতিয়ে চলে যেতে হয় তাঁদের। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার জেলা আদালতের বিচারক বা তাঁর প্রতিনিধির উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
আরও পড়ুন…ভোটের ঘন্টাখানেক আগে ফের সন্ত্রাসের অভিযোগ, তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের
গত বৃহস্পতিবার আনিসের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। নির্দেশে জানানো হয়, জেলা বিচারকের উপস্থিতিতেই ( Anis Khan ) ময়নাতদন্ত হবে। এছাড়াও, রিপোর্টের একটি প্রতিলিপি আনিসের পরিবার ও মামলাকারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে মামলাকারীদের সিবিআই দিয়ে তদন্তের আর্জি খারিজ করে দেওয়া হয়।