ভাই ফোঁটার দিনে এক ভাই হারালো তার বোনকে

ভাইয়ের চোখের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বোনের। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

বীরভূম: ‘জন্ম (Birth), মৃত্যু (Death), বিয়ে (Marriage) তিন বিধাতা নিয়ে’! জীবন (Life) নিয়ে গ্যারান্টি কেউ দিতে পারে না। কখন, কোন মুহূর্তে মৃত্যু (Death) মানুষকে নিজের কাছে টেনে নেয়, তা বোঝা খুবই মুশকিল। বুধবার, এক বিশেষ দিনে মৃত্যু গ্রাস করলো এক অল্প বয়সী মেয়েকে। ভাই ফোঁটার (Bhai Phota) দিনেই একটি মর্মান্তিক দুর্ঘটনার (Accident) সাক্ষী রইল বীরভূম জেলার (Birbhum District) নলহাটির (Nalhati) বাসিন্দারা। এর জেরে সবাইকে ছেড়ে চলে গেল এক তরতাজা প্রাণ। চোখের সামনে এক ভাই মৃত্যু দেখলো তার বোনের। স্বাভাবিকভাবেই, এই দুর্ঘটনা নিজের চোখের সামনে দেখে, কান্নায় ভেঙে পড়ে সেই মৃত বোনের ভাই।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটির রাম মন্দিরের কাছে। ভাই ও বোন, দুজনেই ঝাড়খন্ডের (Jharkhand) মহেশপুর থানার (Maheshpur Police Station) কানিঝারা গ্রামের (Kanijhara Village) বাড়িতে যাচ্ছিলো। দাদার বাইকের পেছনে বসেছিল বোন। নলহাটির কাছে রাম মন্দিরের সামনে একটি মিষ্টির দোকানের (Sweet Shop) উল্টো ফুটে দাঁড়ায় তারা মিষ্টি কিনতে। মিষ্টি কিনে রাস্তা পার (Road Crossing) হওয়ার সময়ে, একটি ট্রাক্টর (Tractor) ধাক্কা মারে সেই যুবতিকে (Young girl) এবং চলে যায় পিষে দিয়ে। কান্নায় ভেঙে পড়েন সেই মৃত যুবতীর ভাই (Brother)। ঘটনার জেরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে (Police)। নলহাটি থানার পুলিশ (Nalhati Police) ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের (Post Mortem) জন্য। রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের (Rampurhat Government Medical College And Hospital) মর্গে (Morgue) পাঠানো হয়েছে মৃতদেহটিকে (Dead Body)। সেই ট্রাক্টরটিকে আটক করা হলেও, পলাতক ট্রাক্টর চালক (Tractor Driver)।

Accident,Birbhum,West Bengal,Nalhati

সূত্র মারফত জানা গিয়েছে, মৃত যুবতীর নাম রীতা সাউ (Rita Shaw)। বয়স ২৩ বছর। তিনি বীরভূম জেলার মাডগ্রাম থানার (Madgram Police Station) ছোচৌকি গ্রামের (Chhochouki Village) বাসিন্দা।




Leave a Reply

Back to top button