১) পুজো আসতে আর বাকি মাত্র কয়েকদিন। ঢাকে কাঠি পড়তে চলেছে শীঘ্রই। এদিকে পুজো আসার আগেই ডিউটিতে নেমে পড়লেন পুলিশ অফিসাররা।
২) সম্প্রতি আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ঘুরে দেখতে এলেন পুজো মন্ডপ।
৩) গত বছরের পুজোয় ব্যাপক যানজটের সমস্যায় ভুগেছেন আসানসোলের জনগণ। এবছর যাতে তা নয়, তার জন্য আগেভাগেই নেওয়া হচ্ছে পদক্ষেপ।
৪) পুজোর সময় দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য নেওয়া হচ্ছে পরিকল্পনা।
৫) যানজট দূর করতে ও পুজোর দিনগুলোয় মানুষকে নিরাপত্তা দিতে তাই এখন থেকেই শুরু হয়ে গেল পুলিশি টহলদারি।
Follow us on
Back to top button