Road accident : পাশ কাটতেই মৃত্যু, পালন হচ্ছে না ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’

প্রত্যুষা সরকার, কলকাতা : রাস্তার বেহাল দশা। খানাখন্দ ভর্তি। তার মধ্যেই একেকটি গাড়িতে অল্পতেই ১১-১২ জন করে যাত্রী বহন করেন চালক। বারণ করা সত্ত্বেও কোনো কথাই কান দেননা তারা। এত সম্ভব যাত্রী নিয়ে এই ঝড়ের গতিতে চলে গাড়ি। রাস্তায় এমন বিপদ জানা সত্ত্বেও গাড়িতে ওঠেন যাত্রীরা। আর এর ফলে প্রায়ই শোনা যায় দুর্ঘটনার ( Road Accident ) কথা। এটাতো পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা রাস্তার এই ঘটনা। তবে এবার এখন বেহাল রাস্তায় ঘটলো এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ( Road Accident )। যাত্রীসহ উল্টে গেল একটি অটো।

Road Accident: ঘটনাস্থল

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির ৩৪ নম্বর জাতীয় সড়কে। ১১ জন যাত্রী নিয়ে উল্টে গেল এক অটো ( Road Accident )। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ২ জনের। বাকীদেরকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তাদের মধ্যে চার পাঁচ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক।

road accident

Road Accident: ঘটনার বিবরণ

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা এক সংবাদ মাধ্যমে পুরো বিষয়টি জানান। তারা বলেন, বেশি সংখ্যক যাত্রী নিয়ে জঙ্গিপুরের দিকে আসছিল অটোটি। রাস্তার মধ্যে খানাখন্দ থাকায় যাত্রীর ভারে একদিকে হেলে যায় অটো। তবুও অটো থামায়নি চালক। ঝড়ের গতিতে চালাচ্ছিলেন গাড়ি।  সেই সময় উল্টো দিক থেকে একটি গাড়ি এসে যাওয়ায় বাঁ পাশ কাটাতে গিয়েছিলেন অটোচালক। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে যায় ঘটে দুর্ঘটনা ( Road Accident )। প্রায় ৯০ ডিগ্রি উল্টে যায় অটোটি।

Road Accident: উদ্ধার কাজ

উল্টে যাওয়ার পর প্রায় প্রত্যেক যাত্রী চাপা পড়ে অটো নিচে। ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত অটো সোজা করে যাত্রীদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় জঙ্গিপুর হাসপাতালে। যদিও ততক্ষন এর মৃত্যু হয় দুজনের। মৃত ব্যক্তিদের পরিচয় জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অটোর সামনের থাকা দুই মহিলা যাত্রীর মাথা থেঁতলে যায়। নাক মুখ দিয়ে বেরোতে থাকে রক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে এক-  দুজনের আঘাত বেশ গুরুতর।

আরও পড়ুন….West Bengal News : “সমস্ত স্কুলগুলো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে” মমতাকে তির সুকান্তের

আরও পড়ুন….Crime News : চাঁদার নাম করে ক্যাফেতে তোলাবাজি, বহিরাগতদের হানায় ব্যাপক চাঞ্চল্য যোধপুরে

Road Accident: প্রত্যক্ষদর্শীদের অভিযোগ

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, “আমাদের এখানে এই ভাবে এত লোক নিয়ে অটো চলে। অনেকবার প্রশাসনের তরফে বলা হয়েছে। কিন্তু তেমনটা কেউ শোনেই না। এরকম বিপদ হতেই থাকে। এদিনের ঘটনা মারাত্মক। অটোটা একপাশে হেলে গিয়েছিল। গতিও নিয়ন্ত্রণে ( Road Accident ) ছিল না। একটা সামনে গাড়ি চলে আসে। সাইড দিতে গিয়েই বিপত্তি।”




Leave a Reply

Back to top button