সুখ সইল না! মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের বির্তকে গোয়ার সৈকত থেকে গ্রেফতার রোদ্দুর রায়

লোকে তাঁকে এক নামে চেনে। রবীন্দ্রনাথের গানের বাজে সুর ও কথা করা থেকে শুরু করে যে কোনও বিষয়ে  অকপটভাবে নিজের মন্তব্য রেখে দেওয়া। এই তাঁর প্রতিদিনের অভ্যাস। ঠিকই ধরেছেন কথা হচ্ছে সেই রোদ্দুর রায়কে(Roddur Roy) নিয়ে। সোশ্যাল মিডিয়ার জগতে একটি বিখ্যাত নাম। নেটিজেনরা বলেন, ‘লোকটা পাগল!’ কিন্তু তারপর তাঁর ভিডিও দেখতে হাজারও লোকের ভিড়। যে কোনও বিষয়ে নিজের মতামত খোলামেলাভাবেই বলে থাকেন। আর তাঁর সকল ভিডিওগুলির মধ্যে অশ্রাব্য ভাষার প্রয়োগ ও তাঁর হাতে একটি জয়েন্ট খুব সাধারণ। এই দুটি ব্যবহার না করলে তাঁর ভিডিও অসম্পূর্ণ। 

তবে আপাতত বেশ কয়েকদিনের জন্য হয় তো তাঁর ভিডিও আর মানুষের কাছে পৌঁছবে না। কারণ, নেটমাধ্যমে মুখ্যমন্ত্রী(CM) ও তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিকর মন্তব্য করে শ্রীঘরে তিনি। তাই ঠিক কতদিনের জন্য তাঁর এই সোশ্যাল অ্যাকাউন্টে তালা পড়ল তা আগেভাগে বলা মুশকিল। গত শনিবার নিজেকে তৃণমূলের মুখপাত্র হিসাবে পরিচয় দিয়ে চিতপুর থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে  মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে মামলা দায়ের করেন ঋজু দত্ত বলে এক ব্যাক্তি। যদিও সেই সময় এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি রোদ্দুর রায়। 

roddur roy1

ঋজুর অভিযোগ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন রোদ্দুর। শুধু তাই নয়! কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, নগরপাল-সহ রাজ্য পুলিশকেও তুলোধনা করেছেন বলে অভিযোগ। তবে এই কোনও কিছুতেই পাত্তা দিতে রাজি ছিলেন না তিনি। তাই কোন রকম প্রতিক্রিয়াও পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। উল্লেখ্য, অবশেষে মঙ্গলবার লালবাজার সাইবার সেলের কর্তারা তাঁর অবস্থান খুঁজে বের করে। তারপর তাঁকে গোয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

নানা বিষয়ে নিজের ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টে ভিডিও পোস্টের মধ্যে দিয়ে নিজের মতামত রাখেন। KK-এর প্রয়ানের পর সেই নিয়েও ভিডিও বানিয়েছিলেন তিনি। তাঁর অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোদ্দুর। শুধু তাই নয়! KK–কে নিয়ে রুপঙ্কর বাগচী করা মন্তব্যেরও তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি।




Leave a Reply

Back to top button